২১ ফেব্রুয়ারি পিক / শুভেচ্ছা এসএমএস (21 February 2022)

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী

২১ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের কাছে এক গৌরবোজ্জ্বল দিন। যে দিনে আমাদের মাতৃভাষা বাংলার জন্য রক্ত দিয়েছিল রফিক,জব্বার,শফিউল,সালাম,বরকত সহ অনেকেই। এই দিনটি আমাদের কাছে শহীদ দিবস হিসেবেও পরিচিত। এছাড়া ২০১০ সাল থেকে জাতিসংঘ এর নেয়া সিদ্ধান্ত মোতাবেক সারাবিশ্বে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে। এই দিনটি বাংলাদেশে একটি জাতীয় দিবস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করে ছাত্ররা। সেই মিছিলে পুলিশের গুলিবর্ষণের ফলে শহীদ হন বেশ কয়েকজন তরুণ। সারা বিশ্বে আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে। তাই গোটা বিশ্বেই স্বীকৃতি পেয়েছে এই দিনটি।

প্রতিবছর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদার সাথে বাংলাদেশে পালন করা হয় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি আমাদের আবেগ অনুভূতি আর শ্রদ্ধার কথা জানাই সোশ্যাল মিডিয়ায়। আজকের পোস্টে শেয়ার করছি ২১ ফেব্রুয়ারি পিক , ওয়ালপেপার, পিকচার এবং শহীদ দিবসের এসএমএস কালেকশন।

২১ ফেব্রুয়ারি পিক (21 February Pic)

২১ ফেব্রুয়ারি ব্যানার
২১ ফেব্রুয়ারি ব্যানার
২১ ফেব্রুয়ারী কভার ফটো
২১ ফেব্রুয়ারী কভার ফটো
একুশে ফেব্রুয়ারি চিত্র অংকন
একুশে ফেব্রুয়ারি চিত্র অংকন
২১ ফেব্রুয়ারি ফটোগ্রাফি
২১ ফেব্রুয়ারি ফটোগ্রাফি

একুশে ফেব্রুয়ারী ওয়ালপেপার (Ekushey February Wallpaper)

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস পিক
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস পিক
২১ ফেব্রুয়ারি ওয়ালপেপার বাংলা
২১ ফেব্রুয়ারি ওয়ালপেপার বাংলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২১শে ফেব্রুয়ারি ব্যানার (21 February Banner Design Bangla)

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আ মরি বাংলা ভাষা
আ মরি বাংলা ভাষা
আমার বাংলা ভাষা
আমার বাংলা ভাষা

মহান শহীদ দিবস ২০২২ (Mohan Shohid Dibosh 2022)

একুশে ফেব্রুয়ারী
একুশে ফেব্রুয়ারী
মহান ২১ শে ফেব্রুয়ারি
মহান ২১ শে ফেব্রুয়ারি
মহান শহীদ দিবস অমর হউক
মহান শহীদ দিবস অমর হউক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পিকচার (International Mother Language Day 2022 Picture)

শহীদ মিনার পিকচার
শহীদ মিনার পিকচার
শহীদ মিনার ফটো
শহীদ মিনার ফটো
শহীদ মিনার চিত্র
শহীদ মিনার চিত্র

শহীদ মিনারের ছবি (Shohid Minar Photography 2022)

শহীদ মিনার ফটোগ্রাফি
শহীদ মিনার ফটোগ্রাফি

ভাষা আন্দোলনের হাতে আঁকা ছবি

আমাদের সাইটে ভাষা আন্দোলনের কিছু হাতে আঁকা ছবি নিয়ে কালেকশন পোস্ট করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে হাতে আঁকা সেইসব ছবি দেখতে এখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের হাতে আঁকা ছবি

২১শে ফেব্রুয়ারি SMS কালেকশন (21 February এসএমএস) [শহীদ দিবসের স্ট্যাটাস, উক্তি, ছন্দ] [শুভেচ্ছা বাণী]

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!

একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার।
বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।
কয়জনই বা পারে ভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে?
এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত।

বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি। বাংলা ভাষা তা হোক আঞ্চলিক বা প্রমিত। বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একইসাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়। প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

বুকের তাজা রক্ত দিয়ে ভাষা অর্জন করেছি আর ভাষা দিবসের শুভেচ্ছা জানাবো ইংরেজিতে? এ কেমন বাঙালি আমরা! সহজ ভাষায় বলবো, “ও ভাই! বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষাতেই জুড়াই মোর মনের সকল আশা।” সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা। বাংলা ভাষার গন্ডি ছড়িয়ে যাক সারা বিশ্বের সীমানায়।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

কারো দানে পাওয়া নয়, রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা!

আমার ভাষা, আমার মায়ের ভাষা, গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।

বাংলা ভাষাকে মাতৃভাষা দিবসে স্বীকৃতি পেতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে মহান শহীদদের আত্মত্যাগে তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সেই দিনটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ার পর তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিন হচ্ছে। গর্বিত বাংলা আমার মাতৃভাষা হওয়ায়।

উজ্জীবিত হোন মাতৃভাষায়। শুভ হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস!

এসো প্রাণের ভাষায় কথা বলি প্রান খুলে! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল।
তাঁদের দানে আজকে আমারা স্বাধীনভাবে কথা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি!

রফিক, সালাম, বরকত, আরও হাজার বীর সন্তান, করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান। যাদের রক্তে রাঙানো একুশে ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাঁদের প্রান।

মনে পড়ে ৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে!

প্রানটা জুড়িয়ে যায় – যখন শুনি গ্রাম বাংলার গান। কি মধুর বাংলা গানের সুর। মন ভরে যায়, তাঁদের জন্য – যারা জীবন করেছে দান ভাষার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *