৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান | 41 BCS Question Solution

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান খুঁজছেন? রুপায়ন নিয়ে এসেছে সদ্য শেষ হওয়া বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র এবং তার সমাধান। করোনা মহামারীর ঝুঁকি নিয়েই এবছর অনুষ্ঠিত হয়ে গেল দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ চাকরির পরীক্ষা বিসিএস এর ৪১ তম পর্ব। এবারের বিসিএসে অংশ নেয় প্রায় পৌণে পাঁচ লাখ পরীক্ষার্থী। ১৯ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এই পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পর্ব।

যেকোন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা শেষেই পরীক্ষার্থীরা তাঁদের প্রশ্নের সমাধান খুঁজে নিজের উত্তরের সাথে মিলিয়ে কিছুটা নিশ্চিন্ত হতে চায়। আর সেই পরীক্ষা যদি বিসিএস হয়। তবে তো কথাই নেই! তাই আপনিও যদি এবারের ৪১তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহনকারী একজন পরীক্ষার্থী হয়ে থাকেন। তবে আপনিও নিশ্চই অনলাইনে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সল্যুশন খুঁজছেন? তবে আপনি এসেছেন সঠিক ওয়েবসাইটে। আমরা এই পোস্টে আপলোড করেছি ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র। সাথে থাকছে প্রশ্নের সমাধান। তবে সঠিক উত্তর আপনাদের কাছে তুলে ধরতে এখনও কাজ করে যাচ্ছে আমাদের টিম। তাই সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেতে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। শীঘ্রই আমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরতে পারব বলে আশা করছি।

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন | 41st BCS Question Paper 2021

41 BCS Question Paper 1

41 BCS Question Paper 2 41 BCS Question Paper 3 41 BCS Question Paper 4 41 BCS Question Paper 5 41 BCS Question Paper 6 41 BCS Question Paper 7 41 BCS Question Paper 8

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন পিডিএফ ডাউনলোড | 41 BCS Question Paper PDF Free Download

আপনি কি ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন পিডিএফ আকারে ডাউনলোড করতে চান? আপনার সুবিধার্থে আমরা প্রশ্নপত্রটি পিডিএফ আকারেও শেয়ার করছি। নিচের লিংক ক্লিক করে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ৪১ তম বিসিএসের প্রিলি কোয়েশ্চেন পেপার।

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান

আমাদের সরবরাহকৃত উত্তরে ভুলত্রুটি থাকতে পারে। যা ক্ষমা সুন্দর  দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর যেকোন ভুল চোখে পড়লে দয়া করে কমেন্ট করে জানাবেন। আমরা তা আপডেট করার জন্য কাজ করে যাচ্ছি।

সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলী

১। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয় = তত্তাবধায়ক সরকার
২। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় = ৪র্থ
৩। কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায় = গারো
৪। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয় = IMF –এর বেইল আউট প্যাকেজ
৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় =শশাঙ্ক
৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন = সম্রাট পঞ্চম জর্জ
৭। ঢাকা শহরের গোড়াপত্তন হয় =মুঘল আমলে
৮। স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করে = জাবেদ করিম
৯। পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে = ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
১০ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ? = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১১ । সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি = ২৫
১২। বাংলাদেশের সর্ব দক্ষিণে = সেন্টমার্টিন
১৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য = ৫টি
১৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ? = বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
১৫। কে বীরশ্রেষ্ঠ নয় = মুন্সি আব্দুর রহিম
১৬। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয় = ৭ মার্চ ১৯৭৩
১৭। প্রান্তিক হৃদ কোথায় = বান্দরবান
১৮। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে = ২২-২৪ ফেব্রুয়ারি
১৯। বঙ্গবন্ধুক জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় = ২৩মে ১৯৭৩
২০। ঐতিহাসিক ছয় দফায় যে দাবিটি ছিল = স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
২১। মাৎসনায় বাংলার কোন সময়কাল = ৭ম-৮ম
২২। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় =আলাউদ্দিন হোসেন শাহ
২৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে = নওয়াব আব্দুল লতিফ
২৪। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী = খাজা নাজিমউদ্দিন
২৫। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় = খাগড়াছড়ি
২৬। বাংলার সেন বংশের শেষ শাসন কর্তা = লক্ষণ সেন
২৭। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম = পুণ্ড্র
২৮। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় = সন্তোসে
২৯। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় = ১১ এপ্রিল, ১৯৭১
৩০ । কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য = ৭ (খ)

সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক

১। শান্তিতে নোবেল -২০১৯ যে কারণে = ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্ত চুক্তি
২। রোহিঙ্গা গণহ্যার রায়ে = চারটি নির্দেশনা
৩। ইনকা সভ্যতা = দক্ষিণ আমেরিকা
৪। রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান = ভিয়েতনাম
৫। মুদ্রা তহবিল = ১৯৪৫
৬। ফিনল্যান্ডের কলোনী ছিল = সুইডেন
৭। এশিয়া – আফ্রিকাকে পৃথককারী প্রণালি = বাব এল মানদেব
৮। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী = ১৯১২
৯। করোনাকে প্যানডেমিক ঘোষণা = বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১০। ডেমোক্রাটিক দলের মনোয়ন পেতে ডেলিগেট প্রয়োগন = ১৯৯১
১১। টি আই যে দেশের সংস্থা = জার্মানি
১২। Weapon of Mass Destruction (WMD)
১৩। ক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডাব্লিউজেপি) গতকাল বুধবার ‘আইনের শাসন সূচক-২০২০’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ দেশ = ডেনমার্ক
১৪। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ? = জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড
১৫। রোহিঙ্গা গণহত্যার মামলা করে = গাম্বিয়া
১৬। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে = সিয়েরা লিওন
১৭। জাতিসংঘ নামকরণ করে = রুজভেল্টে
১৮। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য = তুরস্ক
১৯। ন্যাটো কবে প্রতিষ্ঠতি হয় = ১৯৪৯
২০। জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর = এঞ্জেলা মারকেল

বাংলা

১। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপ = ফলা
২। পাচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল = দাশরথি
৩। চারণকবি হিসেবে বিখ্যাত কে ? = মুকুন্দদাস
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ’নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র = চারুলতা
৫। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ = শশব্যস্ত
৬। অপিনিহিতির উদাহরণ কোনটি = আজি> আইজ
৭। কুসীদজীবী বলতে বোঝায় = সুদখোর
৮। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি = আলুনি
৯। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? = রামচন্দ্র বিদ্যাবাগীশ
১০। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান = সৈয়দ শামসুল হক
১১। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস = চোখের বালি
১২। জেল জীবন কেন্দ্রিক উপন্যাস = গঙ্গা
১৩। ডিঙি টেনে বের করতে হবে । কোন ধরনের ব্যাকের উদাহরণ = ভাববাচ্য
১৪। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত = সমরেশ মজুমদার
১৫। পরানের গহীন ভিতর –কাব্যের রচয়িতা = সৈয়দ শামসুল হক
১৬। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা = স্মৃতিস্তম্ভ
১৭। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো – এ বাক্য কোন ধরনের =নির্দেশাত্মক
১৮। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নমই = বাক্যতত্ত্ব
১৯। কোন বানানটি শুদ্ধ = মনঃকষ্ট
২০। প্রচুর+ য= প্রাচুর্য কোন প্রত্যয় = তদ্ধিত
২১। সব কিছু নষ্টদের অধিকারে যাবে- গ্রন্থটির রচয়িতা কে ? = হুমায়ুন আজাদ
২২। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক = কী চাহ হে শঙ্কচিল
২৩। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি ? = নাঢ়াই – শওকত আলী
২৪। কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে বৃটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে । কোন বইটি বাজেয়াপ্ত হয় ? = বিশেষ বাঁশি
২৫। চর্যাপদের টীকাকারের নাম কী ? = মুনিদত্ত
২৬। কোন বানানটি শুদ্ধ ? = স্বত্ব
২৭। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস = চিলেকোটার সিপাই ।
২৮। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে = শ্রীচৈতন্যদেব
২৯। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয় = কুষ্ঠিয়া জেলা র কুমার খালী
৩০। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপচার্য পদত্যাগ করেছিলেন ? = বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে
৩১। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী ? = ১৯৭১
৩২।সোমেত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে = সমর্থ
৩৩। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ? = অক্ষর
৩৪। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন = ক্লিনটন বি সিলি
৩৫। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন – এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে = বাবা ছেলেকে বললেন, ‘’তুমি দীর্ঘজীবী হও’’।

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

১। বেঙ্গল ফ্যান ভূমিরুপটি কোথায় অবস্থিত? = বঙ্গোপসাগরে
২। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম = আইসোহাইট
৩। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি = পুন্ড্রবর্ধন
৪। নিচের কোনটি সত্য নয় = গোবী মরুভূমি ভারতে অবস্থিত
৫। দক্ষিণ গোলার্ধে উষ্ণমাস কোনটি ? = জানুয়ারি
৬। UDMC = Union Disaster Management Committee
৭। মার্বেল কোন ধরনের শিলা = রুপান্তরিত
৮। মধ্যম উচ্চতার মেঘ কোনটি ? = স্ট্রেটাস
৯। ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বষিয় = জলবায়ু পরিবর্তন হ্রাস
১০। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? = সুন্দরবনের দক্ষিণে

কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি

১। সঠিক নয় (A+B)’=A’+B’
২। apache is one type of http server/ Web server
৩। Microsoft IIS হচ্ছে web server
৪। ব্লুটুথ ১০-১০০ মিটার
৫। NAND
৬। যোগাযোগ দূরত্ব সবচেয়ে কম bluetooth এর
৭। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল – সবগুলো
৮। স্টার টপোলজি তে হাব ব্যবহার করা হয়।
৯। API Stands for Application Programming interface
১০। Oracle Antivirus নয়
১১। machine Language binary code – এ লিখা হয়
১২। RFID Radio Frequency Identification
১৩। 100 er 1 compliment 011
১৪। কম্পিউটার বুট করতে পারে না যদি LOADER না থাকে
১৫। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত দিয়ে সরানো হয় তা হচ্ছে queue

ইংরেজি সাহিত্য

1. Sweet helen, make me immortal with a kiss. The sentence has taken from the play = Doctor Faustus
2. What’s in name ? That which we a call a rose By any other name smell as sweet’- Who said this = Romeo
3. Man’s love is of man’s life a thing apart. ‘Tis woman’s whole existence- this taken = lord Byron
4. Rubaiyat of Omar Khayyam translate by = Edward FitzGerald
5. Ulyses is a novel written by = James Joyce
6. The Diamond Necklace was written by = Guy de Maupassant7. All the perfumes of Arabia will not sweeten this little hand- who said = Lady Macbeth
8. Where are the songs of spring? Aye, Where are they ?Think not of them, thou hast thy music too. = Keats’ Poems (To Autumn)
9. Who is the central Character of `Wuthering Heights’ = Heathcilffs
10. The old order changeth, yielding place to new- this line is extracted from Tennyson’s poem = Morte d Arthur
11.Who wrote the ‘Poem Good-Morrow? = John Done
13. The Rape of the Lock, by Alexander Pope = mock Heroic poem
14. Which of the following is not American = W. B Yeats
15. William Shakespeare was born = 1564

ইংরেজি গ্রামার

1. similar to ‘Appall = dismay
2. opposite of ‘dearth = abundance
3. incorrect spelling = Consciencious
4. you look terrific in that dress. Here terrific means = horrible
5. Someone who is Capricious = known for sudden changes in attitude or behavior
6. same singular & plural = aircraft
7. I have no news . here determiner = no
8. A lost opportunity never returns. here ‘lost’ = participle
9. The ‘enough is enough ‘ is used when you want = something to stop
10. He ran ‘with great speed.’ here ‘with great speed.’ = adverb phrase
11. We must not be late, else we will miss the train. = compound
12. Who is calling? = By Whom am I being called ?
13. An extra message added at the end of a letter after it is signed is called = postscript
14. Please write to me at the above address. above = adjective
15. In Which sentence is the word ‘ past’ used as a preposition = Tania was a wonderful singer, but she’s past her prime.
16. Sibling means = a brother or sister
17. Broke —- = in
18. Feel — it = like
19. masculine = lad
20. A man whose wife has died is called a = widower

বিজ্ঞান

১। AC কে DC করার যন্ত্র =রেকটিফায়ার
২। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে = লাউড স্পিকার
৩। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? = হাইগ্রোমিটার
৪। একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)? = (806.67)Ohm
৫) নবায়নযোগ্য জ্বালানীর উৎস = বায়োগ্যাস।
৬) সোডিয়াম এসিটেটের সংকেত = CH3COONa
৭) ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী? = আইসোটোপ
৮। খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে-=কার্বন ডাই অক্সাইড
৯। কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? =গলনাংক।
১০। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? = জারণ
১১। কোথায় সাঁতার কাটা সহজ? = সাগরে
১২।ডিমে কোন ভিটামিন নেই? = ভিটামিন-সি
১৩। কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়? = ক্রোমোপ্লাষ্ট
১৪। কার্বোহাইড্রেডে C,H এবং O এর অনুপাত কত? = (১:২:১)
১৫। 35঳(Cl)17 মৌলের নিউট্রন সংখ্যা কত? =18

সুশাসন ও নৈতিকতা

১। তথ্য পাওয়ার অধিকার = রাজনৈতিক অধিকার
২। বাংলাদেশে ‘নব্য-নৈতিকতা’র প্রবর্তক হলেন = আরজ আলী মাতব্বর
৩। আমরা যে সমাজেই বসবাস করি না কেন না কেন, আমরা সকলেই নাগরিক হওয়ার প্রত্যামা করি। এটি = রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
৪। সভ্য সমাজের মানদণ্ড হলো = আইনের শাসন
৫। বিপরীত বৈষম্য -এর নীতিটি প্রয়োগ করা হয় = নারীদের ক্ষেত্রে
৬। মূল্যবোধের চালিকা শক্তি = সংস্কৃতি
৭। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে = বিনিয়োগ বৃদ্ধি পায়
৮। মূল্যবোধ হলো = মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
৯। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য = মৌলিক স্বাধীনতার উন্নয়ন
১০ । সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য = নিয়মিত কর প্রদান করা

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

১. নিচের কোনটি অমূলদ সংখ্যা- প্রশ্নে ভূল আছে (উত্তর নাই)
২. নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2 ,3 ও 4 অবশিষ্ট থাকে- ৫৮ ১৬৩. পনির ও তপনের আয়ের অনুপাত 4:3 । তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4 । পনিরের আয় 120 টাকা হলে , রবিনের আয় কত?- ৭২ টাকা
৩. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে- আসলে ৫৫৮ টাকা হবে?- ৪ বছর
৪. একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো । যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো , তাহলে ৮% লাভ হতো । মটর সাইকেল এর ক্রয়মূল্য- ৬০০০ টাকা
৫. {(০.৯)৩+(০.৪)৩}/(০.৯+০.৮) এর মান কত? ০.৬১
৬. 3x – 2> 2x -1 এর সমাধান সেট কোনটি? খ ( 1,∞)
৭. 6×2 – 7x – 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি? বাস্তব ও অসমান
৮. যদি x4-x2+1=0 হলে x3+1/x3 এর মান কত? Ans: ০
৮. xx∙x = (x∙x)x হলে x এর মান কত? গ ৯/৪
৯. কোন শর্তে log1/a = 0 ? a>0, a=1 উত্তরঃ ক
১০. R চিত্রে, <POR=550. PQ ||MR, PQ = PR হলে, <NRP এর মান নীচের কোনটি? ৩৫ ডিগ্রী
১১. P = {x: x, 12 এর গুণনীয়কসমূহ) এবং Q = {x: x, 3 এর গুণিতক এবং x ≠ 12} হলে, P – Q কত? {1.2.4}
১২. cos (nπ/2) অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? উত্তরঃ ১
১৩. ৬ জন খেলােয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়? উত্তরঃ ২০
১৪. শুদ্ধ বানান কোনটি? অধোগতি
১৫. সঠিক বানান কোনটি? Indwelling
১৬. বাংলা ব্যঞ্জনবর্ণমালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী? ন
১৭. যদি ABC = ZYX হয়, তবে GIVV = ? উত্তরঃ TREE
১৮. ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? উত্তরঃ খ
১৯. রাস্তা সমান করার রােলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে– উত্তরঃ টেনে নিয়ে যাওয়া হয়
২০. .১×.০১ × .০০১=? উত্তরঃ .০০০০০১
২১. যদি চ × G= 82 হয় তবে J × ট = ? উত্তরঃ ১১০
২২. চিত্র- উত্তরঃ ক
২৩. ঘর এর অংক- উত্তরঃ খ 7/G
২৪. চিত্র- উত্তরঃ ঘ
২৫. কোন শব্দগুচ্ছ শুদ্ধ? আবশ্যক, মিথক্রিয়া, গীতালি
২৬. ভারসাম্য রক্ষা করতে নিচের স্থানে কত কেজি রাখতে হবে? উত্তরঃ ১৪০
২৭. একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায় । সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে? উত্তরঃ ২০
২৮. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন? উত্তরঃ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান | 41st BCS Exam Question Solution

৪১তম বিসিএস, পরীক্ষার প্রশ্ন, প্রশ্নের সমাধান, কোয়েশ্চেন সল্যুশন, প্রশ্নের উত্তর, ৪১ বিসিএস প্রশ্ন উত্তর সমাধান, 41st bcs question bank, 41 tomo bcs question solved

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *