মাদ্রাসা বোর্ডের এইচএসসি / আলিম রেজাল্ট ২০২২ | Alim Result 2022

আলিম রেজাল্ট ২০১৯

আলিম রেজাল্ট ২০২২ প্রকাশিত হয়েছে। আপনি কি ২০২২ সালের আলিম পরীক্ষার ফলাফল খুঁজছেন? আপনি এসেছেন সঠিন ওয়েবসাইটে। রুপায়নের আজকের পোস্টে থাকছে, সবার আগে মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট জানার উপায়। আলিম পরীক্ষা মূলত এইচএসসি সমমানের একটি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা সাধারন ৮টি শিক্ষা বোর্ডের অধীনে হলেও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয় মাদ্রাসা বোর্ডের অধীনে। যদিও আলিমের সার্টিফিকেট এইচএসসির সমমান হিসেবেই গৃহীত হয়। আলিম পরীক্ষা শুরু থেকে শেষ এবং পরীক্ষার ফলাফল প্রকাশের সকল আনুষ্ঠানিকতাও সাধারনত এইচএসসি -এর সাথেই হয়। আপনারা ইতিমধ্যে জানেন, আজ ১৩ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত হয়েছে এইচএসসি রেজাল্ট ২০২২। আমাদের সাইটে এইচএসসি পরীক্ষার ফলাফল পাওয়ার সকল উপায় শেয়ার করা হয়েছে। তাই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যেসব পরীক্ষার্থী এইচএসসি বা আলিম পরীক্ষা দিয়েছেন। তাঁদের ফলাফল পাওয়ার উপায় নিয়েই আজকের পোস্ট।

তো, চলুন জেনে নেয়া যাক আলিম পরীক্ষার রেজাল্ট ২০২২ জানার সকল পদ্ধতি গুলো সম্পর্কে। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে আপনি জানতে পারবেন মাদ্রাসা বোর্ডের এইচএসসি রেজাল্ট চেক করার পদ্ধতি।

ইন্টারনেটের মাধ্যমে আলিম রেজাল্ট ২০২২ চেক করার ওয়েবসাইট [মার্কশীট সহ]

বাংলাদেশের যেকোন পাবলিক পরীক্ষার রেজাল্ট চেক করার সবচেয়ে গ্রহনযোগ্য পদ্ধতি হল ওয়েবসাইট। অর্থাৎ, ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট দিয়ে ফলাফল দেখার উপায়টি সবচেয়ে ব্যবহৃত হয়ে থাকে আমাদের দেশে। আপনারা জানেন, এইচএসসি কিংবা আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। ওয়েবসাইটের মাধ্যমে আলিম ফলাফল জানতে নিচের পদ্ধতি অনুসরন করুন:

  • প্রথমে ভিজিট করুন https://eboardresults.com/app/stud/ এই লিংক
  • এরপর Examination হিসেবে সিলেক্ট করুন HSC/Alim/Equivalent
  • তারপর Year হিসেবে 2021 এবং বোর্ড হিসেবে Madrasha Board সিলেক্ট করে দিন
  • Result Type ঘর থেকে সিলেক্ট করুন Individual Result
  • এরপর Roll হিসেবে আপনার আলিম পরীক্ষার রোল নম্বর লিখুন
  • Registration ফিল্ডে রেজিস্ট্রেশন নম্বর লিখলেও লিখতে পারেন। না দিলেও সমস্যা নেই
  • সবশেষে, Security Key ঘরে ওখানে দেয়া ক্যাপচা কোডটি লিখে Get Result বাটনটি ক্লিক করুন। তাহলেই পেয়ে যাবেন আপনার আলিম পরীক্ষার ফলাফল

এসএমএস -এর মাধ্যমে আলিম পরীক্ষার ফলাফল জানার উপায়

এসএমএসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট

আপনার ইতিমধ্যে জানেন, ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস করেও পেতে পারেন আপনার এইচএসসি পরীক্ষার ফল। আপনাদের সুবিধার্থে আলিম পরীক্ষার ফলাফল এসএমএস করে জানার পদ্ধতিটা শেয়ার করছি:

  • প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নতুন একটি এসএমএস কম্পোজ করুন
  • মোবাইলের মেসেজ অপশনে লিখুন ALIM
  • এরপর একটি স্পেস দিয়ে লিখুন MAD
  • তারপর আরও একটি স্পেস দিয়ে লিখুন আপনার আলিম পরীক্ষার রোল নম্বরটি
  • আরেকটি স্পেস দিয়ে লিখুন 2021
  • সবশেষে মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে

ALIM <space> MAD <space> Your Roll <space> 2021

এই ফরম্যাটে এসএমএস টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি এসএমএসে পেয়ে যাবেন আপনার ফলাফল। যেকোন মোবাইল অপারেটর থেকেই এই সার্ভিস পাওয়া যাবে। তবে ২ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য।

এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ [HSC Result 2022 All Education Board]

অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২২ চেক করুন

সবার আগে আলিম রেজাল্ট ২০২২ জানুন সহজেই [HSC Alim Result 2022]

প্রত্যেক পরীক্ষার্থীই সবার আগে তাঁর পরীক্ষার ফল জানতে চায়। এটাই স্বাভাবিক! কিন্ত সবার এই আগ্রহের কারণে ওয়েবসাইট এবং এসএমএস সার্ভারে থাকে প্রচুর চাপ। ফলে সবার আগে ফলাফল পাওয়া আর সম্ভব হয়ে উঠেনা। তাই ওয়েবসাইটের সার্ভার ডাউন থাকলেও ধৈর্যসহকারে চেস্টা করে যান। এছাড়া আপনি চাইলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করেও অনেক দ্রুত ফলাফল পেতে পারেন। প্রত্যেক এইচএসসি পরীক্ষার্থীর জন্য রুপায়নের পক্ষ থেকে রইল শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *