আলিম রুটিন ২০২০ (মাদ্রাসা শিক্ষা বোর্ড) – Alim Routine 2020 Download

আলিম রুটিন ২০২০

আলিম রুটিন ২০২০ প্রকাশিত হয়েছে। আগামী ১লা এপ্রিল ২০২০ তারিখ থেকে শুরু হবে আলিম পরীক্ষা। আর শেষ হবে ১৩ মে তারিখে। মূলত এইচএসসি পরীক্ষার সাথেই চলবে এই পরীক্ষা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে ২০২০ সালের আলিম পরীক্ষা।

আপনি যদি একজন মাদ্রাসা শিক্ষার্থী এবং আলিম পরীক্ষার্থী হয়ে থাকেন। তবে নিঃসন্দেহে আপনার জন্য আজকের পোস্টটি অনেক দরকারি। কারণ আজ আমরা শেয়ার করতে যাচ্ছি আপনার আসন্ন আলিম পরীক্ষার সময়সূচি। আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন এই রুটিন। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়তে ভুলবেন না।

করোনা ভাইরাস ইস্যুতে এইচএসসি পরীক্ষা স্থগিত। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবেনা। 

Alim Exam 2020 (মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষা)

আলিম মূলত বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটি পাবলিক পরীক্ষা। যা এইচএসসি পরীক্ষার সমমান হিসেবে ধরা হয়। এইচএসসি হল সাধারন শিক্ষা বোর্ডগুলোর অধীনে হয়ে থাকে। আর আলিম অনুষ্ঠিত হয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। এই দুটি পরীক্ষার পার্থক্য শুধু বোর্ডেই। অর্থাৎ আলিম হল এইচএসসি পরীক্ষার সমমান একটি পাবলিক পরীক্ষা। যাতে অংশগ্রহন করে মূলত মাদ্রাসা শিক্ষার্থীরা। একাদশ ও দ্বাদশ শ্রেনীতে পড়াশুনা শেষে এই আলিম পরীক্ষায় বসতে হয়।

চলতি বছরের আলিম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী এপ্রিলের ১ তারিখ থেকে। শুরুতে ৪মে পর্যন্ত চলবে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষাগুলো। এরপর ৫মে থেকে ১৩মে পর্যন্ত হবে সকল ব্যবহারিক পরীক্ষা। মূলত, এইচএসসি পরীক্ষার রুটিনের মতোই এই পরীক্ষার রুটিন। পার্থক্য শুধুমাত্র বিষয়গুলোতে। অর্থাৎ, এইচএসসি ও আলিম পরীক্ষা একইসাথে শুরু এবং শেষ হবে। ফলাফলও প্রকাশ করা হবে একই দিনে।

আলিম রুটিন ২০২০ | Alim Exam Routine 2020

আলিম রুটিন ২০২০ মাদ্রাসা বোর্ড

Alim Exam Routine 2020 Download Now PDF

Alim Routine, 2020 Routine PDF, Madrasha Board HSC Routine 2020, Alim Exam Routine, Exam Schedule, Free Download, HSC Routine for Madrasha Board, Alim Routine Published, Today Alim Exam, Timetable, আলিম রুটিন ডাউনলোড, কবে আলিম পরীক্ষা, পরের পরীক্ষা কোন সাবজেক্ট, আজকে কি পরীক্ষা, মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষা 2020, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা কবে কখন জানতে চাই, কখন পরীক্ষা শুরু, HSC আলিম সময়সূচি ২০২০, এখনই ডাউনলোড করে নিন ২০২০ সালের আলিম পরীক্ষার সময়সূচী, আলিম পরীক্ষার ফলাফল, রেজাল্ট দিবে কবে? জেনে নিন আজকের আলিম এক্সাম টাইম শিডিউল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *