বিজয় দিবসের শুভেচ্ছা এসএমএস, স্ট্যাটাস, উক্তি, কবিতা

বিজয় দিবসের শুভেচ্ছা

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। বছরঘুরে আবারো চলে এলো বাংলাদেশের গৌরবোজ্জ্বল একটি দিন ‘বিজয় দিবস‘। ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তারিখ। ১৯৭১ সালের এইদিনে বাংলাদেশ নতুন একটি রাষ্ট্র হিসেবে বিজয় ছিনিয়ে এনেছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই বিজয় অর্জন করি আমরা। তাই এই দিনটি প্রতিবছর যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয়ভাবে সারাদেশে উদযাপন করা হয়। তবে এই প্রথম করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে উদযাপিত হতে যাচ্ছে মহান বিজয় দিবস ২০২১।

প্রতিটি বিশেষ দিবসেই এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করে থাকি। তাই বাদ যায়না বিজয় দিবসও। এই আনন্দের দিনটি আমরা সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে উদযাপন করি। এজন্য আমাদের দরকার হয় বিজয় দিবসের শুভেচ্ছা এসএমএস, স্ট্যাটাস, উক্তি, কবিতা। আজকের এই পোস্টে থাকছে সেসবই।

বিজয় দিবসের এসএমএস [Bijoy Dibos Bangla SMS)

16 december victory day wallpaper
Credit: Yousuf Al Mahmud

তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি, আমার বাংলাদেশ।

১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।

১৬ই ডিসেম্বর, তুমি মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস।

প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ…।” সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

সব ক’টা জানালা খুলে দাও না! আমি গাইবো, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ…

১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি দেশ। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

লাল এর মাঝে ভালবাসা। সাদা এর মাঝে বন্ধুত্ব। নীল এর মাঝে কষ্ট। কালো এর মাঝে অন্ধকার। আর সবুজের মাঝে আমার বাংলাদেশ।

বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস [Mohan Bijoy Dibosher Shuveccha]

বিজয় দিবস পিকচার
Credit: Yousuf Al Mahmud

বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫০ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।

প্রশ্নবিদ্ধ স্বাধীনতাকে উত্তরে মেলাবার আজই তো সময়, লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আস্বাদ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

আপনার সম্মান তখন বাড়বে। যখন বিদেশে গিয়ে আপনি নিজের দেশের সম্মান বাড়াতে পারবে। আর গর্বিতভাবে বলতে পারবেন, আমি বাংলাদেশী।

আপনার বা আপনার পরিবারের অসম্মানে আপনার যতটা কষ্ট হবে। তার চেয়ে অনেক বেশি কষ্ট এবং রাগ হবে আপনার দেশের অসম্মান হলে। তাই সর্বদা দেশকে সম্মান করুন এবং দেশের সম্মান রক্ষায় ব্রতী থাকুন। সবাইকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের শুভেচ্ছা।

আসুন আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি যে, আমরা সব অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করব, সবাইকে আমাদের দেশের মহত্ত্ব বোঝাব, সঠিক অর্থে আমরা একজন বাংলাদেশী হয়ে উঠব। শুভ জন্মদিন বাংলাদেশ।

বিজয় দিবসের কবিতা ‘বিজয় ডিসেম্বর’ (সিফাত আহমেদ)





বিজয় দিবসের পিক
Credit: Yousuf Al Mahmud

লাল সবুজের স্মৃতি ঘেরা নিশান আমার উড়ে।
কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে।
মাগো তোমার চোখের জলে,
জয় বাংলা ধ্বনি তুলে,
হাজার ছেলে প্রাণ দিল ঐ নতুন আশার ভোরে।
রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।

মাগো তুমি হায়েনা ভয়ে কাঁদছ দেখে তাই।
তোমার ছেলে ঘর ছেড়েছে তোমায় দিতে ঠাই
বিশ্বমাঝে উচ্চাসনে,
পাক বাহিনীর নির্যাতনে,
আর হবেনা শোষণ, এবার তোমার আপন ঘরে।
রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *