বিপিএল ২০১৯ সময়সূচি – জেনে নিন কবে, কখন, কার খেলা!

বিপিএল ২০১৯ সময়সূচি

বিপিএল ২০১৯ সময়সূচি: বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৭ম আসরের পর্দা উঠতে যাচ্ছে ডিসেম্বর মাসের শুরুতে। আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান এবং ১১ ডিসেম্বরে মাঠে গড়াবে এবারের বিপিএল। উল্লেখ্য যে, বিপিএলের ৬ষ্ঠ আসর ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচন ইস্যুতে তা মাঠে গড়ায় চলতি বছরের শুরুতে। তাই চলতি বছরেই বিপিএল -এর দুটি আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে, বিপিএলের এবারের আসর হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসরটি উৎসর্গ করে নামকরণ করা হয়েছে “বঙ্গবন্ধু বিপিএল”। এই বিপিএলে থাকছেনা প্রতিবারের মতো ফ্রাঞ্চাইজি। অর্থাৎ এই আসরের পূর্ণ নিয়ন্ত্রন থাকছে বিসিবির হাতে। ফ্রাঞ্চাইজি না থাকায় আগের মতো থাকছেনা দলগুলোর নাম।

জেনে নিন বিপিএলে কে কোন দলে খেলছে (Click Here)

প্রতিবছর বিপিএল -কে ঘিরে দারুন উৎসাহ উদ্দীপনা কাজ করে দেশী ক্রিকেট প্রেমীদের মাঝে। এবছরও অপেক্ষার প্রহর গুনছে দেশের লাখ লাখ ক্রিকেট প্রেমী। গত আসরের বিপিএলে কোন উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও এবারের ৭ম আসরে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে, এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ বিসিবি। ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল ৭ম আসরের প্রথম ম্যাচ।

আসুন এক নজরে জেনে নেয়া যাক বিপিএল ২০১৯ সময়সূচি। ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে রুপায়ন শেয়ার করেছে বিপিএল ২০১৯ সময়সূচি ডাউনলোড লিংক।

বিপিএল 2019 দল সমূহ

  • ঢাকা প্লাটুন
  • রাজশাহী রয়্যালস
  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
  • রংপুর রেঞ্জার্স
  • সিলেট থান্ডার
  • খুলনা টাইগার
  • কুমিল্লা ওয়ারিয়র্স

বিপিএল ২০১৯ সময়সূচি ডাউনলোড (BPL 2019 Schedule)

বিপিএল আসর চলাকালীন সময়ে ক্রিকেটপ্রেমীদের একটাই প্রশ্ন, কবে কখন কার খেলা? আসুন তারিখ অনুসারে দেখে নেই বিপিএল ২০১৯ সময়সূচি। সময়সূচি ছাড়াও প্রতিটি খেলার লাইভ আপডেট পাবেন আমাদের সাইটে।

তারিখসময়ম্যাচভেন্যু
প্রথম পর্ব (ঢাকা)
১১ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটচট্টগ্রাম-সিলেটমিরপুর
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটকুমিল্লা-রংপুরমিরপুর
১২ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটঢাকা-রাজশাহীমিরপুর
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটখুলনা-চট্টগ্রামমিরপুর
১৩ ডিসেম্বরদুপুর ২টাসিলেট-রাজশাহীমিরপুর
সন্ধ্যা ৭টাঢাকা-কুমিল্লামিরপুর
১৪ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটরংপুর-চট্টগ্রামমিরপুর
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটঢাকা-সিলেটমিরপুর
দ্বিতীয় পর্ব (চট্টগ্রাম)
১৭ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটখুলনা-রাজশাহীচট্টগ্রাম
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটচট্টগ্রাম-সিলেটচট্টগ্রাম
১৮ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটকুমিল্লা-রংপুরচট্টগ্রাম
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটচট্টগ্রাম-ঢাকাচট্টগ্রাম
২০ ডিসেম্বরদুপুর ২টাখুলনা-রংপুরচট্টগ্রাম
সন্ধ্যা ৭টাচট্টগ্রাম-কুমিল্লাচট্টগ্রাম
২১ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটখুলনা-সিলেটচট্টগ্রাম
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটচট্টগ্রাম-রংপুরচট্টগ্রাম
২৩ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটঢাকা-কুমিল্লাচট্টগ্রাম
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটখুলনা-রাজশাহীচট্টগ্রাম
২৪ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটঢাকা-সিলেটচট্টগ্রাম
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটকুমিল্লা-রাজশাহীচট্টগ্রাম
তৃতীয় পর্ব (ঢাকা)
২৭ ডিসেম্বরদুপুর ২টাচট্টগ্রাম-ঢাকামিরপুর
০৫.০০খুলনা-রংপুরমিরপুর
২৮ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটকুমিল্লা-রাজশাহীমিরপুর
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটখুলনা-সিলেটমিরপুর
৩০ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটসিলেট-রংপুরমিরপুর
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটঢাকা-রাজশাহীমিরপুর
৩১ ডিসেম্বরদুপুর ১টা ৩০মিনিটচট্টগ্রাম-কুমিল্লামিরপুর
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটরংপুর-রাজশাহীমিরপুর
চতুর্থ পর্ব (সিলেট)
২ জানুয়ারিদুপুর ১টা ৩০মিনিটরংপুর-রাজশাহীসিলেট
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটসিলেট-কুমিল্লাসিলেট
৩ জানুয়ারিদুপুর ২টাঢাকা-খুলনাসিলেট
সন্ধ্যা ৭টাসিলেট-রংপুরসিলেট
৪ জানুয়ারিদুপুর ১টা ৩০মিনিটচট্টগ্রাম-খুলনাসিলেট
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটসিলেট-রাজশাহীসিলেট
পঞ্চম পর্ব (ঢাকা)
৭ জানুয়ারিদুপুর ১টা ৩০মিনিটসিলেট-কুমিল্লামিরপুর
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটচট্টগ্রাম-রাজশাহীমিরপুর
৮ জানুয়ারিদুপুর ১টা ৩০মিনিটখুলনা-কুমিল্লামিরপুর
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটঢাকা-রংপুরমিরপুর
১০ জানুয়ারিদুপুর ২টাঢাকা-রংপুরমিরপুর
সন্ধ্যা ৭টাখুলনা-কুমিল্লামিরপুর
১১ জানুয়ারিদুপুর ১টা ৩০মিনিটচট্টগ্রাম-রাজশাহীমিরপুর
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটখুলনা-ঢাকামিরপুর

ফাইনাল: খুলনা টাইগার্স vs রাজশাহী রয়্যালস (সন্ধ্যা ৭টায়)

2 Comments

    1. আমি ব্যক্তিগতভাবে রংপুর রাইডার্সের সাপোর্টার। আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকলে ইউটিউবে সাইনইন করলেই ইউটিউব চ্যানেল খুলার অপশন পেয়ে যাবেন। ওয়েবসাইট তৈরি সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন ০১৭৫৭২৫৭৫৫৫ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *