
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য জানতে চান? ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। গত ০৩ অক্টোবর (বৃহস্পতিবার রাত ১২টা) থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া। উক্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ২৫ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ৬টি অনুষদের অধীনে ২১টি বিভাগের মোট ১৩১৫টি আসনের বিপরীতে অনুষ্ঠিত হবে ২০১৯-২০ সেশনের এডমিশন টেস্ট। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০, ১২, ১৩ এবং ১৪ নভেম্বর।
২০১৯-২০ সেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী নিয়ে সাজানো হয়েছে আজকের পোস্ট।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবষের্র স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি, ২০২০।
ইউনিট, আসন সংখ্যা, অনুষদ এবং বিষয় সমূহ
গতবারের মতো এবারো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা -কে সাজানো হয়েছে ৬টি ইউনিটে। মোট ১৩১৫টি আসনের বিপরীতে লড়াই করবে ২০১৯-২০ সেশনে বেরোবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ইউনিট, অনুষদ, বিষয় এবং আসন সংখ্যাসহ বিস্তারিত তথ্য নিচে দেয়া হলঃ
A ইউনিট (কলা অনুষদ) – বাংলা, ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব। মোট আসন সংখ্যা ১৯৫টি।
B ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) – অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন। মোট আসন সংখ্যা ৩৭৫টি।
C ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) – ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। মোট আসন সংখ্যা ২৪৫টি।
D ইউনিট (বিজ্ঞান অনুষদ) – গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান। মোট আসন সংখ্যা ২৮০টি।
E ইউনিট (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) – কম্পিউটার এন্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং। মোট আসন সংখ্যা ১০০টি।
F ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) – ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা। মোট আসন সংখ্যা ১২০টি।
আবেদনের যোগ্যতা
- ২০১৬ সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে না।
- O-Level -এ ৩(তিন)টি বিষয়ে কমপক্ষে B গ্রেডসহ ৫(পাঁচ)টি বিষয়ে পাশ এবং A-Level এ ২(দুই)টি বিষয়ে কমপক্ষে B গ্রেড থাকতে হবে। O-Level ও A-Level পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্নপত্র ইংরেজিতে হবে।
বেরোবি ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি
- A ইউনিট (কলা অনুষদ) – ৪৪০ টাকা
- B ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) – ৬০৫ টাকা
- C ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) – ৪৯৫ টাকা
- D ইউনিট (বিজ্ঞান অনুষদ) – ৪৯৫ টাকা
- E ইউনিট (প্রকৌশল ও প্রযুক্তি) – ৩৮৫ টাকা
- F ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান) – ৩৮৫ টাকা
ভর্তি পরীক্ষার সময়সূচি / রুটিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি / রুটিন প্রকাশিত হয়েছে। ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো। প্রতিদিন একটি করে ইউনিটের পরীক্ষা ৪টি শিফটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ১ম শিফট সকাল ৯-১০টা, ২য় শিফট বেলা ১১-১২টা, ৩য় শিফট ১ঃ৩০-২ঃ৩০টা এবং ৪র্থ শিফট দুপুর ৩ঃ৩০-৪ঃ৩০টা পর্যন্ত চলবে।
- A ইউনিট – ১০ নভেম্বর, ২০১৯ (রবিবার)
- B ইউনিট – ১২ নভেম্বর, ২০১৯ (মঙ্গলবার)
- C ইউনিট – ১৩ নভেম্বর, ২০১৯ (বুধবার)
- D ইউনিট – ১৪ নভেম্বর, ২০১৯ (বৃহস্পতিবার)
- E ইউনিট – ১৪ নভেম্বর, ২০১৯ (বৃহস্পতিবার)
- F ইউনিট – ১৩ নভেম্বর, ২০১৯ (বুধবার)
এডমিট কার্ড ডাউনলোড – BRUR Admission Admit Card Download
বেরোবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড পাওয়া যাচ্ছে। আবেদনকারী পরীক্ষার্থীরা এখনই ভিজিট করুন http://brur.admissionreg.net/ ওয়েবসাইট। এরপর আপনার তথ্য দিয়ে লগিন করে Apply পেজ থেকে ডাউনলোড করে নিন আপনার Admit Card।
ভর্তি পরীক্ষার ফলাফল / রেজাল্ট (BRUR Admission Result)
১৯/১১/২০১৯ ইং তারিখ (মঙ্গলবার) প্রকাশিত হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল। এদিন মোট ৬টি ইউনিটের সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয়া হবে। ফলাফল পাওয়া যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং এডমিশন ওয়েব পোর্টালে। এছাড়া আমাদের ওয়েবসাইটেও আপলোড করা হবে রেজাল্টটি। ফলাফল প্রকাশের পর ২৪/১১/২০১৯ থেকে ২৭/১১/২০১৯ তারিখের মধ্যে অনলাইনে চয়েস ফরম পূরণ করতে হবে উত্তীর্ণদের। এরপর বিভাগ বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে ২৮/১১/২০১৯ (বৃহস্পতিবার)। তারপর যাচাই-বাছাই ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ০২/১২/২০১৯ এবং ০৩/১২/২০১৯ তারিখে। শূন্য আসনের বিপরীতে বিভাগভিত্তিক দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে ০৫/১২/২০১৯ তারিখ।
Result Download Links
- Unit A: Shift 1 / Shift 2 / Shift 3 Business / Shift 3 Humanities / Shift 4
- Unit B: Shift 1 / Shift 2 Business / Shift 2 Science / Shift 3 / Shift 4
- Unit C: Shift 1 / Shift 2
- Unit D: Shift 1 / Shift 2
- Unit E: Shift 3 / Shift 4
- Unit F: Shift 3 / Shift 4
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য বিস্তারিত
ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ইউনিটভূক্ত বিভাগসমূহের ভর্তির শর্তাবলীসহ আরও বিস্তারিত সকল তথ্য জানতে ডাউনলোড করুন ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি।
শুভ কামনা রইলো ২০১৯-২০ সেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের জন্য। ভর্তিযুদ্ধ শুভ হোক!
B ইউনিট ৪র্থ শিফট মানবিকের জন্য সিট কতটি?
B ইউনিট ৪র্থ শিফট মানবিকের ৮৮টি আসন বরাদ্দ আছে।