করোনা লাইভ আপডেট | আজকে আক্রান্ত, সুস্থ এবং মৃত্যুর সংখ্যা

করোনা লাইভ আপডেট

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রকোপে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিনিয়ত বড় হচ্ছে মৃত্যুর মিছিল। করোনা আতঙ্কে পুরো বিশ্বের মানুষ আজ যেন থমকে গিয়েছে। লকডাউনের ফলে ঘরবন্দী হয়েছে গোটা পৃথিবীর মানুষ। অর্থনীতির চাকা দুমড়ে মুচড়ে গিয়েছে নতুন এই মহামারীতে। বিশ্বের শক্তিশালী দেশগুলো আজ সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আছে অসহায় চিত্তে। বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো যেখানে করোনার কাছে নাকানি চুবানি খাচ্ছে। সেখানে সল্পোন্নত দেশগুলোর অবস্থা বর্ণনার মতো ভাষাও আজ পথ হারিয়েছে।
প্রিয় মাতৃভূমি বাংলাদেশও থমকে গিয়েছে করোনাতে। প্রতিটি ঘরবন্দী মানুষ আজ আতংকে। লকডাউন এর কারণে কর্ম নেই খেটে খাওয়া মানুষগুলোর। ফলে ক্ষুধার্ত এই মানুষগুলোকে ঘরে রাখা যাচ্ছেনা কোনভাবেই। সরকার তাঁর সর্বোচ্চ চেস্টা চালিয়ে যাচ্ছে এই ভয়াবহ পরিস্থিতি সামলে নিতে। আমাদের দেশেও প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। মৃতের সংখ্যাও বাড়ছে জ্যামিতিক হারে। সুস্থ মানুষের সংখ্যা হাতে গোনা।

পুরো বিশ্বে ছড়ানো এই মহামারীর সর্বশেষ খবর জানতে অনলাইনে এবং টিভি চ্যানেলগুলোতে তাকিয়ে আছে ঘরবন্দী মানুষ। প্রত্যেকের মনেই ঘুরছে প্রায় একইরকম প্রশ্ন! করোনা ভাইরাসে আজ কতজন মারা গেল? আজ কি কেউ সুস্থ হয়েছে? আজ আক্রান্ত রোগীর সংখ্যা কত? দেশ-বিদেশে করোনা নিয়ে নতুন খবর কি? তাই রুপায়নের আজকের পোস্টে থাকছে করোনা লাইভ আপডেট । সবসময় আপডেট করা এই পোস্টে থাকছে সর্বশেষ করোনা ভাইরাসের খবর / নিউজ, আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, সুস্থ মানুষের সংখ্যা। তাই করোনার লাইভ নিউজ আপডেট পেতে বুকমার্ক করে রাখুন এই পোস্ট।

বাংলাদেশে আক্রান্ত রোগী, সুস্থ এবং মৃত্যুর সংখ্যা

করোনা লাইভ নিউজ আপডেট – সর্বশেষ খবর

Coronavirus (COVID-19) Live Update Bangladesh

করোনা ভাইরাস, কোভিড-১৯, বৈশ্বিক মহামারী, আজকের আপডেট, নতুন খবর, আজকের নিউজ, আজকে কতজন মারা গেছে, নতুন কতজন আক্রান্ত হল, করোনাতে কতজন সুস্থ হল, বাংলাদেশের করোনা আপডেট নিউজ, গরম খবর, তাজা খবর, প্রথম আলো, বিবিসি বাংলা, মারা গেছে কত জন, Corona virus latest bangla news, death, infected, latest update, prothom alo, bbc bangla, ajke kotojon mara geche, mrittur songkha, kotojon akranto hoyece, corona somporke update

 

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *