ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সরাসরি সম্প্রচার করবে যেসব চ্যানেল

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সরাসরি সম্প্রচার

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সরাসরি সম্প্রচার – চলতি বছরের ৩০ মে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। কোন গ্রুপ পর্ব ছাড়াই এবারে বিশ্বকাপে অংশ নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ১০টি দল। প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে খেলে সেমিফাইনাল নিশ্চিত করতে হবে। ৪৫টি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে কোন চারটি দল যাচ্ছে সেমিফাইনাল রাউন্ডে। এরপর ২টি সেমিফাইনালে ২টি করে দল লড়বে ফাইনালের টিকেট জিতে নেয়ার জন্য। সবশেষে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই লর্ডসের মাঠে।

গোটা বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীরা অধীর অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্বকাপের জন্য। কেউ কেউ সরাসরি মাঠে গিয়ে খেলা দেখারও বন্দোবস্ত করে ফেলেছেন হয়ত! তবে সিংহভাগ ক্রিকেটপ্রেমী দর্শকদেরকে খেলা উপভোগ করতে হবে ঘরে বসে টিভির পর্দায় কিংবা রেডিওতে কান পেতে। তাই রুপায়ন নিয়ে এসেছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সরাসরি সম্প্রচার করবে এমন টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোর পূর্ণাঙ্গ তালিকা। চলুন দেখে নিই, কোন চ্যানেলগুলো ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সরাসরি সম্প্রচার করবে।

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সরাসরি সম্প্রচার করবে যে টিভি চ্যানেলগুলো

  • ইন্ডিয়া – Star Sports, DD Sports, DD National (DD1)
  • অস্ট্রেলিয়া – Fox Sports
  • যুক্তরাজ্য – Sky Sports
  • যুক্তরাষ্ট্র – Willow TV
  • দক্ষিণ আফ্রিকা – SuperSport
  • নিউজিল্যান্ড – Sky Sports
  • মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা – OSN Sports Cricket HD
  • কানাডা – ATN (Asian Television Network)
  • বাংলাদেশ Gazi TV, Maasranga & BTV
  • শ্রীলঙ্কা – SLRC (Channel Eye)
  • ক্যারিবিয়ান – ESPN Caribbean
  • আফগানিস্তান – Moby TV
  • পাকিস্তান – PTV Sports, Ten Sports, SonyLiv
  • হংকং – Star Cricket, Now TV App
  • মালয়শিয়া – Star Cricket, Astro Go
  • সিঙ্গাপুর / সিংগাপুর – Star Cricket, Star Hub Go, Singtel TV
  • ফিজি – Fiji Broadcasting Corporation (FBC TV)
  • চীন – Fox Network Group
  • ইউরোপ এবং জাপান – ICC’s Facebook page

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং অনলাইন চ্যানেল

  • ইন্ডিয়া – Hotstar
  • জাপান – ICC’s Facebook Page
  • বাংলাদেশ – Rabbithole App
  • নিউজিল্যান্ড – Fan Pass
  • যুক্তরাজ্য – Sky Go
  • অস্ট্রিয়া এবং জার্মানি – Dazn
  • অস্ট্রেলিয়া – Foxtel Sports
  • দক্ষিণ আফ্রিকা – SuperSport
  • কানাডা এবং ইউরোপ – Yupp TV
  • হংকং – Now TV
  • দক্ষিণ আমেরিকা – ESPN, Willow TV

রেডিওতে শুনুন ২০১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ধারাভাষ্য

  • অস্ট্রেলিয়া – ABC
  • ইন্ডিয়া – All India Radio (AIR)
  • মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা – Radio 4 (89.1)
  • পাকিস্তান – Avenue Intl Pvt. Ltd
  • শ্রীলঙ্কা – VFM, SLBC
  • দক্ষিণ আফ্রিকা – SABC
  • যুক্তরাজ্য – All India Radio (AIR), Talksport

ঘরে বসেই সরাসরি উপভোগ করুন ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ঘরে বসেই টান টান উত্তেজনার ক্রিকেট বিশ্বকাপ উপভোগের জন্য প্রস্তুত বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও স্টেশন এবং অনলাইন লাইভ স্ট্রিমিং প্লাটফর্মগুলো। তাই, প্রস্তুত হয়ে যান আপনিও। সাপোর্ট করুন পছন্দের দলকে। আর ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে টিউন করুন কাঙ্ক্ষিত চ্যানেলটি।

ICC, Cricket World Cup 2019, Live Streaming, Live Broadcast, TV Channels, Radio Stations, Online Streaming, Watch Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *