counter statistics

বাপ্পীকে বিয়ে করতে না পারলে আত্মহত্যা করবেন এই তরুণী! (ভিডিও)

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। চলতি বছরে সর্বাধিক মুক্তি প্রাপ্ত ছবির নায়ক তিনি। চলতি বছরে গুগোল সার্চেও আছে এই নায়ক। এ সব কথা সবার জানা। তবে এবার শোনা যাচ্ছে বাপ্পীকে নিয়ে নতুন তথ্য। বাপ্পী চৌধুরীকে বিয়ে করতে না পারলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন এক তরুণী।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি স্পষ্ট ভাষায় বলেন, তিনি বাপ্পীকে ভালোবাসেন এবং তাকে ছাড় অন্য কাউকে যদি বাপ্পী চৌধুরী বিয়ে করেন, তবে তিনি আত্মহত্যা করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই তরুণীর ভিডিও বার্তায় তিনি জানান, ২০১২ সাল থেকেই তিনি বাপ্পীর ভক্ত। এই সময়ে তিনি বহুবার চেষ্টা করেছেন বাপ্পীর সঙ্গে যোগাযোগ করার। কিন্তু পারেননি। কিছু দিন আগে বাপ্পীর বিয়ে করার ঘোষণা শুনে তিনি আর থেমে থাকতে পারলেন না। তাই শেষ উপায় হিসেবে ফেসবুক লাইভে এসে নিজের মনের কথা জানান এবং বিকল্প পথ হিসেবে আত্মহত্যার হুমকি দেন।

ওই তরুণী সবাইকে তার ভিডিওটি শেয়ার করার জন্যও অনুরোধ করেন। যাতে সেটা বাপ্পী চৌধুরীর কাছে পৌঁছায়। যদিও এখনও পর্যন্ত বাপ্পী এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Updated: December 27, 2017 — 9:29 pm
কপিরাইট © 2017 রুপায়ন ডট কম Frontier Theme