
আপনি নিশ্চই ফুলের ছবি খুঁজছেন? ঠিক বলেছি কি? অবশ্যই! কারণ, ফুল হল তেমনই একটি পবিত্র জিনিস যা অপছন্দ করার মতো মানুষ খুঁজে পাওয়াই কঠিন। আসলেই, পৃথিবীতে সেরা জিনিসগুলোর মাঝে ফুল অন্যতম। ঈশ্বরের পক্ষ থেকে মানবজাতির জন্য অন্যতম সেরা একটি উপহারও বলা যায় ফুলকে। যেদিক থেকেই বিবেচনা করেন না কেন, ফুল প্রশান্তির একটি প্রতীকও বটে। সাহিত্যের অন্যতম মূল উপাদান হিসেবেও ফুলকে গণ্য করা হয়। কত শত হাজার ছড়া-কবিতা, গানে ফুলকে নিয়ে সাহিত্যিকরা বন্দনা করেছেন তা কি আসলেই গুণে প্রকাশ করা সম্ভব? তাই ফুল প্রেমিকের সংখ্যাটাও গুনে প্রকাশ করা সম্ভব না। আমি ধরেই নিচ্ছি আপনিও ফুলের সৌন্দর্যে আকৃষ্ট একজন মানুষ। আর তাই হয়তো ইন্টারনেট ব্রাউজ করতে করতে চলে এসেছেন বিভিন্ন ফুলের ছবি 2022 কালেকশনের এই পোস্টে।
আমাদের আজকের এই পোস্টটি পুরোটাই মূলত বিভিন্ন ফুলকে ঘিরে। শুধু ফুলের পিকচারই না, থাকছে সেই ফুল নিয়ে কিছু তথ্যাদিও। তাই আপনি যদি চেনা অচেনা বিভিন্ন ফুলের ছবি দেখে চোখ জুড়াতে চান তবে ব্রাউজ করুন পুরো পোস্টটি। ফুলের ওয়ালপেপার HD ফাইল ডাউনলোড করতে চাইলে পিকচারের উপর ক্লিক করে সেভ করে নিতে পারবেন আপনার মোবাইল অথবা কম্পিউটারে। উল্লেখ্য যে, এই পোস্টে শেয়ার করা সকল ফুলের পিকচার ইন্টারনেট থেকে সংগৃহীত।
৩০০+ জানা-অজানা বিভিন্ন ফুলের নাম | Flower Names
অনেকেরই নতুন নতুন ফুল দেখতে বা জানতে ভাল লাগে। কিন্ত আপনি কি জানেন পৃথিবীতে প্রায় ৪ লাখের বেশি প্রজাতির ফুল আছে! প্রতিটির রঙ, আকৃতি, আঁকার, সুগন্ধ এবং ফোঁটার সময়কাল অনুযায়ি ভিন্ন। এশিয়ার দেশগুলোতে গোলাপ, পদ্ম, জুঁই, লিলি, সূর্যমুখী, গাঁদা ফুলগুলোই বেশি পাওয়া যায় এবং সেজন্যই এগুলো আমাদের কাছে বেশি পরিচিত। অন্যদিক পশ্চিমা এবং ইউরোপের দেশগুলোতে গোলাপ, ড্যাফোডিল ইত্যাদি ফুলের সবচেয়ে বেশি জন্ম হয়। একই প্রজাতির ফুল বিভিন্ন রঙের হতে পারে। ফুল এমনই এক পবিত্র প্রশান্তির প্রতিক যে, নতুন কোন ফুলের নাম, সুগন্ধ আমাদেরকে চরম আনন্দের প্রশান্তি দিতে পারে। এই পোস্টে হয়ত আপনাদেরকে লাখ লাখ কিংবা হাজার হাজার ফুলের নাম জানাতে পারবনা। তবে আপনাদের সাথে শেয়ার করব ৩০০+ জানা অজানা ফুলের নামের তালিকা। আর এই বিশাল ফুলের তালিকার পরেই থাকবে চোখ ধাঁধানো হরেক রকম ফুলের ছবি কালেকশন।
Abutilon | Acacia | Aconite |
African Daisy | Agapanthus | Ageratum |
Alchemilla | Allium | Alstroemeria |
Alyssum | Amaranthus | Amaryllis |
Anemone | Anise Hyssop | Armeria Maritima |
Aster | Azalea | Baby’s Breath |
Bachelor’s Button | Balloon Flower | Ballota |
Bee Balm | Begonia | Bellflower |
Bergamot | Bergenia | Billbergia |
Black-eyed Susan | Blanket Flower | Blazing Star |
Bleeding Heart | Bletilla | Bluestar Flower |
Bluebonnets | Blue-eyed Grass | Borage |
Bottlebrush | Bouvardia | Brachyscome |
Brassica | Broom | Buttercup |
Butterfly Bush | Calceolaria | Calendula |
California Poppy | Calla Lily | Camellia |
Candytuft | Canna Lily | Cape Leadwort |
Cape Primrose | Cardinal Flower | Carnation |
Catharanthus | Catmint | Celosia |
Cerastium Tomentosum | Chicory | Chionodoxa |
Chrysanthemum | Clarkia | Clematis |
Clover | Columbine | Coneflower |
Coral Bells | Coral Vine | Coreopsis |
Cornflower | Corydalis | Cosmos |
Cotoneaster | Crocosmia | Crocus |
Crown Imperial | Cuckoo Flower | Cyclamen |
Daffodil | Dahlia | Daisy |
Dandelion | Daphne | Daylily |
Decumaria | Delphinium | Desert Rose |
Deutzia | Dianella | Dianthus barbatus |
Diascia | Dietes | Dill |
Disa | Dutch Iris | Echinops |
Echium | Elder | English Bluebell |
Epimedium | Eremurus | Erica |
Erigeron | Euphorbia | Eustoma |
Evening Primrose | Fall Crocus | Feverfew |
Firethorn | Flaming Katy | Flannel Flower |
Flax Flower | Flowering Dogwood | Forget Me Not |
Forsythia | Four O’clock | Foxglove |
Frangipani Flower | Freesia | French Marigold |
Fuchsia | Gaillardia | Gardenia |
Gazania | Geranium | Gerbera Flower |
Gladiolas | Goldenrod | Grape Hyacinth |
Guzmania | Hawthorn | Heather |
Hebe | Helenium | Helichrysum |
Heliotrope | Hellebore | Hibiscus |
Holly | Hollyhock | Honeysuckle |
Hosta | Hyacinth | Hydrangea |
Hyssop | Ice Plant | Iceland Poppy |
Impatiens | Ipomoea Lobata | Iris |
Ixia | Ixora | Jacob’s Ladder |
Jasmine | Johnny Jump Up | Kaffir Lily |
Kalmia | Kangaroo Paw | Knautia |
Kniphofia | Lady’s Slipper | Laelia |
Lantana | Larkspur | Lavatera |
Lavender | Lemon Verbena | Lewesia |
Lilac | Lily of the Valley | Lily |
Linaria | Lotus | Love in the Mist |
Lunaria | Lupin | Magnolia |
Maltese Cross | Mandevilla | Marguerite Daisy |
Marigold | Matthiola | Mayflower |
Meconopsis | Mimosa | Moonflower Vine |
Monk’s Hood | Moraea | Morning Glory |
Moss Rose | Narcissus | Nasturtium |
Nemesia | Nemophila | Neoregelia |
Nerine | New Zealand Tea Tree | Nierembergia |
Nolana | Oleander | Olearia |
Orchid | Oriental Lily | Oriental Poppy |
Ornamental Cherry | Ornithogalum | Osteospermum |
Oxalis | Oxeye Daisy | Oyster Plant |
Painted Daisy | Pansy | Parodia |
Passion Flower | Peace Lily | Pelargonium |
Penstemon | Peony | Periwinkle |
Persian Buttercup | Petunia | Phlox |
Photinia | Physostegia | Pincushion Flower |
Pinks | Poinsettia | Potentilla |
Polyanthus | Poppy | Powder Puff |
Quaker Ladies | Queen Anne’s Lace | Queen of the Meadow |
Queen’s Cup | Quince | Rain Lily |
Rock Rose | Rondeletia | Roses |
Rose of Sharon | Sage | Saint John’s Wort |
Scaevola | Scented Geranium | Scilla |
Sedum | Shasta Daisy | Silene |
Snapdragon | Snowdrop | Snowflake |
Soapwort | Speedwell | Starflower |
Statice | Sunflower | Sweet Pea |
Tea Rose | Tiger Flower | Tithonia |
Tobacco Plant | Trachelium | Trillium |
Triteleia | Tritonia crocata | Trollius |
Trumpet Vine | Tuberose | Tulip |
Urn Plant | Ursinia | Uva Ursi |
Valerian | Verbena | Viburnum |
Viola | Virginia Creeper | Wallflower |
Wandflower | Water lilies | Watsonia |
Wax Plant | Wedelia | Weigela |
Whirling Butterflies | Winter Jasmine | Winterberry |
Wishbone Flower | Woolly Violet | Xanthoceras sorbifolium |
Xerophyllum | Xylobium | Xylosma |
Yarrow | Yellow Archangel | Yellow Bell |
Yellow-eyed Grass | Zenobia | Zinnia |
বাংলাদেশে জনপ্রিয় ফুলের ছবি / পিকচার 2022
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের অন্যতম অলংকার হল বিভিন্ন ফুল। যা এর সৌন্দর্যকে হাজারগুন বাড়িয়ে দিয়েছে। আমাদের দেশের প্রতিটি ঋতু আসে নতুন নতুন ফুল নিয়ে। অর্থাৎ একেক ফুল একেক ঋতুতে জন্ম এবং জনপ্রিয়। আপনাদের ইতিমধ্যে জানিয়েছি, পৃথিবীতে ফুলের প্রজাতির সংখ্যা কয়েক লাখ। যার একেকটি একেক দেশে জনপ্রিয়। আমাদের আজকের বাহারি ফুলের পিকচার কালেকশনে প্রথমেই দেখে নিবো বাংলাদেশে জনপ্রিয় এবং পরিচিত কিছু ফুলের ছবি HD। সাথে জানিয়ে দিবো সেইসব ফুলের সম্পর্কে হালকা কিছু তথ্য।
গ্রীষ্মকালের ফুল | Summer Flowers in Bangladesh
গ্রীষ্ম বাংলাদেশের প্রথম ঋতু। তীব্র গরম আবহাওয়ার এই কালে প্রাকৃতিক ঝড় দেখা যায়। এসময় তীব্র দাবদাহে নদী-নালা-খালবিলে পানির সংকটও লক্ষ্যনীয়। কিন্ত এই গরমের ঋতুতেও পাওয়া যায় কিছু ফুল। যা গ্রীষ্মকালীন ফুল হিসেবে পরিচিত। এই ফুলগুলো বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে থাকে।
কৃষ্ণচূড়া | Krishnacura
বাংলাদেশে গ্রীষ্মকালীন ফুলের মাঝে কৃষ্ণচূড়া অন্যতম জনপ্রিয় এবং রঙিন একটি ফুল। এই ফুলের বৈজ্ঞানিক নাম Delonix Regia। লাল রঙের ফুলের প্রতি স্বভাবতই মানুষের বাড়তি একটি আকর্ষণ থাকে। আর কৃষ্ণচূড়া লাল হওয়ায়, এর জনপ্রিয়তা বেশি। গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া ফুলের গাছগুলো লাল ফুলে ছেয়ে যায়। যার সৌন্দর্য বর্ণনা অসম্ভব। অনেক কবিরা তাঁদের কবিতার লাইন বুনেছেন এই কৃষ্ণচূড়া নিয়ে। প্রতি বছর মে মাসের প্রথম সপ্তাহে ঢাকায় কৃষ্ণচূড়া ফুলের উৎসব অনুষ্ঠিত হয়।






পলাশ | Palash
গ্রীষ্মকালীন সুন্দর ফুলগুলোর আরেকটি হল পলাশ ফুল। যার বৈজ্ঞানিক নাম হল Butea monosperma। পলাশ ফুলের গাছগুলো সাধারণত মাঝারি সাইজের হয়ে থাকে এবং একসাথে অনেকগুলো ফুল ধরে। এই ফুলের রঙও লাল। পলাশ ফুলের রঙ হিন্দুদের হলি উৎসবেও ব্যবহৃত হয়ে থাকে। তবে পলাশ ফুলের সবথেকে গুরুত্ব হল, এই ফুলটি কাপড়ের রঙ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে।




অপরাজিতা | Oporajita
অপরাজিতা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশে অপরাজিতা হল একটি গ্রীষ্মকালীন ফুল। যার রঙ নীল, তবে নিচের দিকে সাদা রঙের সুন্দর একটি আভা আছে। নামেও যেমন সুন্দর এই অপরাজিতা, দেখতেও অতুলনীয়।





বর্ষাকালের ফুল | Rainy Season Flowers in Bangladesh
বর্ষাকাল বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ একটি ঋতু। এইসময় প্রচুর বৃষ্টিপাত হয়, তাই গাছগাছালি অনেক সতেজ থাকে। তবে মাঝে মাঝে তা বন্যায় পরিনত হয়। এই ঋতুতেও হরেক রকমের ফুলের দেখা পাওয়া যায় বাংলাদেশে। চলুন কিছু বর্ষাকালীন ফুলের ছবি দেখে নেয়া যাক।
কদম | Kadam
বর্ষাকালের ফুলের প্রতীক হিসেবেই বলা চলে কদম ফুলকে। এটি এমন এক ধরনের ফুল, যার নেই কোন সুগন্ধি। কিন্ত কদম ফুল দেখতে অসাধারণ। কদম ফুলের বৈজ্ঞানিক নাম Neolamarckia cadamba। কদম ফুলের অন্য দুই ধরন হল গিরি কদম এবং গুলি কদম। যাইহোক, কদম একটি দেশীয় ফুল যা আপনি ভারত ছাড়া আর অন্য কোথাও খুব একটা দেখতে পারবেন না। কদম মানুষের মনকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। আর সেকারণেই কদম নিয়ে রচিত হয়েছে অনেক কবিতা। এছাড়া কবিরা কদম গাছের নিচে বসে কবিতা লিখার অনুপ্রেরণা পান।



বেলি | Beli / Jasmine
বেলি কিংবা বেলা একটি সাদা রঙের ফুল। যার ঘ্রান অতুলনীয়। আমাদের দেশে বেলি ফুল হিসেবে বেশি পরিচিত হলেও অন্য দেশে বেলি ফুল সাধারণত জেসমিন নামে পরিচিত। Jasminum sambac হল বেলি ফুলের বৈজ্ঞানিক নাম। এটি একটি ছোট গুল্ম যা ফুলের সুবাসের জন্য ব্যাপকভাবে চাষ করা হয়।



দোলন চাঁপা | Dolan Chapa
সাদা রঙের ‘দোলন চাপা’ নামের এই ফুল কবি, সাহিত্যিক এবং শিল্পীদের কাছে সবথেকে পছন্দের বর্ষাকালীন ফুল। যার বৈজ্ঞানিক নাম হল Hedychium coronarium। দোলনচাপা ফুল সুন্দর একটি সুগন্ধের সাথে গুচ্ছ আকারে ফুটে থাকে। কখনও কখনও এটি সুগন্ধি উত্পাদন করার জন্য বেলি ফুলের বিকল্প হিসাবেও ব্যবহার করা হয়।



শীতকালের ফুল | Winter Flowers in Bangladesh
শীতকালকে সকল ঋতুর রাজা বলা হয়ে থাকে। এ সময় শীতের কারণে প্রকৃতি বিষণ্ণ থাকে। তাজা শাকসবজির সাথে এই শীতকালে পাওয়া যায় অসাধারণ কিছু ফুলেরও। চলুন দেখে নেয়া যাক কিছু শীতকালীন ফুলের পিকচার।
গাঁদা | Marigold Flower
গাঁদা ফুল হল বাংলাদেশের অন্যতম পরিচিত একটি ফুল। যা মূলত শীতকালীন ফুল। গাঁদা ফুলের চাষ শুধু বাগানে নয়, ছাদে কিংবা বাসা বাড়ির যেকোন ফুলের টপে করা সম্ভব। ২১শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, স্বাধীনতা দিবসের মতো বিভিন্ন অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক তৈরি করতে এই ফুলটি বহুল ব্যবহৃত একটি ফুল। যেকোন ক্ষত বা আঘাতের ওষুধ হিসেবেও গাঁদা ফুলের পাতা ব্যবহার করা হয়। জেনে অবাক হবেন যে, গাঁদা ফুলের প্রায় ৫০টি প্রজাতি আছে।



সূর্যমুখী | Sunflower
বিশ্বব্যাপী তেলের উৎস হিসেবে সূর্যমুখী চাষ করা হলেও বাংলাদেশে এখনো এটি শুধুমাত্র একটি সুন্দর ফুল হিসেবেই নেয়া হয়। সূর্যমুখী একটি শীতকালীন ফুল যা ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ফুটে। সূর্যমুখী বাগান দেখতে কি অসম্ভব সুন্দর লাগে তা একজন ফুল প্রেমীককে বলে বুঝানোর প্রয়োজন নেই। সূর্যমুখীর বৈজ্ঞানিক নাম Helianthus annuus। যদিও এই ফুলের অনেক প্রজাতি আছে। তবে হেলিয়ানথাস হল সবচেয়ে সাধারণ এবং জনপ্রিয় যা প্রায় সর্বত্রই দেখা যায়।



ডালিয়া | Dahlia
ডালিয়া বাংলাদেশের স্থানীয় ফুল না হলেও শীত মৌসুমের ফুলের মধ্যে এটি এখন অন্যতম জনপ্রিয়। মিশ্র রঙের এই ফুলটি আপনার মনের আনন্দকে বহুগুন বাড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে। ডালিয়া মূলত মেক্সিকোর একটি স্থানীয় ফুল। তবে আমাদের দেশে ডালিয়ার যে ফুলটি দেখা যায় তা এর ভিন্ন প্রজাতির। বাংলাদেশে ফুল চাষের জন্য ডালিয়া পিন্নাটা সবচেয়ে জনপ্রিয়।




জনপ্রিয় আরও কিছু ফুলের পিকচার 2022
আমরা ইতিমধ্যে আপনাদেরকে জনপ্রিয় কিছু মোসুমী ফুলের পিকচার কালেকশন দেখিয়েছি। এগুলো ছাড়াও আমাদের দেশে রয়েছে আরও কিছু জনপ্রিয় ফুল। গোলাপ, শাপলা, শিউলি, জবা, কাশ, বকুল, রজনীগন্ধা তার মধ্যে অন্যতম। ফুলের স্নিগ্ধ এবং অসাধারণ লুক আমাদের দৃষ্টিকে অন্যরকম প্রশান্তি দেয়। যা ভালোবাসার প্রতীক হিসেবেও যুগে যুগে ব্যবহার হয়ে আসছে। চলুন এখন দেখে নেয়া যাক জনপ্রিয় আরও কিছু ফুলের পিকছার এইচডি।
গোলাপ ফুলের ছবি | Golap / Rose Pictures
গোলাপকে বলা হয় সকল ফুলের রানী। ফুল বলতেই অনেকের কাছে গোলাপটাই প্রথমে চলে আসে আনমনে। এর জনপ্রিয়তা সারা বিশ্ব জুড়েই সমান। গোলাপ সাধারণত বিভিন্ন রঙে হয়ে থাকেঃ লাল, সাদা, হলুদ, গোলাপী। তবে লাল এসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। সাহিত্যিকদের লেখনীতে, গোলাপকে ভালোবাসা, মমতা এবং শাশ্বত সৌন্দর্যের নিদর্শন হিসেবে মহিমান্বিত করা হয়েছে। গোলাপের পাপড়ি ফেসপ্যাক এবং সুগন্ধি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। যেকোন ফুলের মাঝে গোলাপ মানুষের নজর কাড়বেই। ফুলের ব্যবহার হয় এমন যেকোন আয়োজনে গোলাপ ফুলকে পাওয়া যাবেনা এমন খুব কমই হয়। আসুন কিছু অসাধারণ গোলাপ ফুলের ছবি দেখে চোখ জুড়িয়ে নেই।













শাপলা ফুলের ছবি | Water Lily / Shapla Pictures
শাপলা আমাদের জাতীয় ফুল। ইংরেজিতে যার নাম Water Lily। এটি মূলত জলজ উদ্ভিদ। বিভিন্ন দেশে শাপলার প্রায় ৫০টি প্রজাতি রয়েছে। বাংলাদেশে যে শাপলা ফুলগুলো দেখা যায়, তা মূলত ২ প্রজাতিরঃ N. nouchali (নীল রঙের) এবং N. pubescens (সাদা রঙের)। আমাদের দেশে শাপলার উল্লেখিত উভয় প্রজাতিই প্রায় সমস্ত অগভীর প্রাকৃতিক জলাশয়ে জন্মে থাকে। বর্ষা মৌসুমে শাপলা ফুল প্রচুর পরিমানে দেখা যায়। এখন আমরা দেখে নিব কিছু শাপলা ফুলের ছবি কালেকশন।




শিউলি ফুলের ছবি | Shiuli Flower Pictures
বাংলাদেশে আরেকটি জনপ্রিয় ফুল হচ্ছে শিউলি। যার বৈজ্ঞানিক নাম Nyctanthes arbor-tristis এবং Nyctanthes প্রজাতির একটি ফুল। শিউলি ফুল মূলত বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায়। সুগন্ধজাতীয় এই ফুল মূলত শরৎকালে ফুটে থাকে। চলুন দেখে নেয়া যাক, শিউলি ফুলের ছবি HD পিকছার কালেকশন।



জবা ফুলের ছবি | Jaba Flower Pictures
জনপ্রিয় একটি সুন্দর ফুল হল জবা। লাল, গোলাপি, সাদা, হলুদ নানা রঙে পাওয়া যায় এই ফুলটি। আমাদের দেশে প্রায় সব জায়গাতেই দেখা যায় এই ফুলটি। বাড়ির আঙিনা এবং ছাদে সাধারণত শোভাবর্ধনকারী ফুল হিসেবে লাগানো হয়ে থাকে। পূর্ব এশিয়ায় উৎপত্তি হওয়া এই ফুলের বৈজ্ঞানিক নাম Hibiscus rosa-sinensis। বাংলায় এই ফুল রক্তজবা, জবা কুসুম নামেও পরিচিত। ফুলপ্রেমীদের জন্য আমরা এখন শেয়ার করব জবা ফুলের পিকচার এবং ফটো 2022।



কাশফুলের ছবি | Kashful Pictures
আমাদের দেশে মেয়েদের ছবি তোলার জন্য অন্যতম পছন্দের একটি জায়গা হল কাশফুলের বাগান। এটি মূলত একটি ঘাসজাতীয় উদ্ভিদ। শুকনো রুক্ষ জাতীয় এলাকা যেমনঃ চরাঞ্চল, পাহাড়, গ্রামের কোন উঁচু জায়গায় সাধারণত কাশফুলের বাগানগুলো দেখা যায়। নদীর ধার এবং জলাভূমিতেও জন্মে কাশবনগুলো। শরত ঋতুতে সাদা ধবধবে কাশফুলের বাগান আমাদের ছবি তোলার জন্য স্পট হিসেবে বেশ জনপ্রিয়। আসুন দেখে নেয়া যাক, কাশবন কাশফুলের ছবি 2022।



বকুল ফুলের ছবি | Bakul Flower Pictures
Minasops প্রজাতির একটি ফুল হল বকুল। যার বৈজ্ঞানিক নাম হল Mimusops elengi। বাংলাদেশে অন্যতম জনপ্রিয় এবং পরিচিত ফুল হল বকুল। এই ফুলের গাছ সাধারণত মাঝারি সাইজের হয়ে থাকে এবং পাতাগুলো হয় ঢেউ খেলানো। তবে ফুলগুলোর সাইজ হয় খুব ছোট ছোট। মিষ্টি গন্ধের এই ফুলগুলো শুকিয়ে গেলেও এর সুবাস দীর্ঘদিন পর্যন্ত থাকে। বিভিন্ন দেশে এই ফুলগাছের বহু কাজে ব্যবহার হয়ে থাকলেও আমাদের দেশে এটি শুধু ফুল গাছ হিসেবেই পরিচিত। তবে অনেকেই গাছের ছায়া পেতে বকুল গাছ লাগিয়ে থাকেন। আসুন দেখে নেয়া যাক বকুল ফুলের ছবি এইচডি কালেকশন।



রজনীগন্ধা ফুলের ছবি | Rajanigandha Pictures
জনপ্রিয় ফুলের মাঝে রজনীগন্ধা অন্যতম। পৃথিবীর প্রায় সর্বত্রই সামাজিক, ধর্মীয় কিংবা যেকোন অনুষ্ঠানে এবং ফুলদানী সাজাতে ব্যাপক জনপ্রিয় এই রজনীগন্ধা ফুল। সুগন্ধি তৈরিতেও ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে রজনীগন্ধা। অন্যান্য ফুল মৌসুমী হলেও বাজারে এই ফুলের চাহিদা থাকে সারাবছর। চলুন দেখে নেয়া যাক পরিচিত এই রজনীগন্ধা ফুলের ছবি ।



সুন্দর সুন্দর নতুন ফুলের পিকচার hd download 2022
মানুষের জন্য প্রকৃতির সুন্দর উপহার ‘ফুল’। পবিত্রতা, ভালোবাসা, স্নিগ্ধতার প্রতীক হিসেবে সারা পৃথিবীতেই ফুলের কদর রয়েছে। ফুল যে ভালবাসে তার মন সুন্দর। পৃথিবীতে লাখ লাখ প্রজাতির ফুলের মাঝে আমরা হয়ত হাতে গুনা কিছু ফুলকে চিনি। অনেক ফুলের আমরা নামই জানিনা। আবার অনেকে নাম জানার প্রয়োজন মনে করেন না। ফুলের সৌন্দর্যতেই চোখ বুলিয়ে নিতেই বেশি সাচ্ছন্দবোধ করেন। আমরা এখন চেনা অচেনা বেশ অনেক নতুন নতুন ফুলের সুন্দর সুন্দর পিকচার কালেকশন দেখবো। প্রতিটি ফটোর ক্যাপশনে ফুলের নামও উল্লেখ করে দেয়া আছে। আপনি যদি ফুলের ছবি hd download করতে চান তবে যে ফুলের পিকছার পছন্দ তার উপরে ক্লিক করে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটারে।







আরও সুন্দর নতুন ফুলের পিকচার পেতে কমেন্ট এবং শেয়ার করুন
ফুলের সৌন্দর্যের সংজ্ঞা ফুল নিজেই। তাই এর সৌন্দর্য নিয়ে লিখলে হয়ত সঠিকভাবে সঙ্গায়িত হবেনা। আজকের পোস্টে আমরা চেস্টা করেছি আপনার মতো ফুল প্রেমী মানুষদের সাথে পরিচিত অপরিচিত, জানা অজানা ফুলের নাম এবং ছবি শেয়ারের। আপনি কি আরও নতুন ফুলের ছবি দেখতে চান? তাহলে আমাদেরকে অনুপ্রাণিত করতে দয়া করে পোস্টটি ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এখানে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সাড়া ফেলে নিয়মিত নতুন সব ফুলের পিকচার এই পোস্টে আপলোড করব। ধন্যবাদ