জিপি ইন্টারনেট প্যাকেজ ২০২০ (এক্টিভেশন কোড) | GP Internet Pack

জিপি ইন্টারনেট প্যাকেজ

জিপি ইন্টারনেট প্যাকেজ ২০২০: আপনি কি গ্রামীণফোনের ইন্টানেট প্যাক খুঁজছেন? তাহলে এই পোস্টে আপনি জানতে পারবেন টেলিকম অপারেটর জিপির ডাটা প্যাকেজগুলো। গ্রামীণফোন হল বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত টেলিকম কোম্পানি। বর্তমানে গ্রামীনফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে। এই বিশাল সংখ্যক গ্রাহকের ইন্টারনেট বা ডাটা চাহিদা মেটাতে তাদের রয়েছে বেশ কিছু প্যাকেজ। এছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন ইন্টারনেট অফার তো থাকছেই। আজকের পোস্টে জিপি ইন্টারনেট প্যাকেজ এবং সেগুলোর অ্যাক্টিভেশন কোড সহ বিস্তারিত তথ্য থাকছে। তবে চলুন শুরু করা যাক।

জিপি ইন্টারনেট প্যাকেজ 2020 যেভাবে জানবেন

প্রথমেই জেনে রাখা উচিত একজন জিপি ইউজার কিভাবে ইন্টারনেট প্যাকেজগুলো সম্পর্কে জানতে পারবেন। এজন্য গ্রামীনফোন রেখেছে কয়েকটি মাধ্যম। প্রথমত, আপনি *121*4# ডায়াল করে গ্রামীনফোনের ডাটা প্যাকগুলো দেখতে পারবেন এবং সেগুলো কিনতেও পারবেন। কিন্ত এই পদ্ধতি এখন ঝামেলাপূর্ণ হওয়ায় বেশিরভাগ মানুষ এই পদ্ধতি আর অনুসরন করেনা। তাই জিপি তাঁদের গ্রাহকদের সুবিধার কথা ভেবে রেখেছে আরও কয়েকটি উপায়।

আপনি যদি একজন গ্রামীনফোন ইউজার হয়ে থাকেন। তবে আপনি তাঁদের MyGP App ব্যবহার করে সবচেয়ে সহজে আপডেটেড ইন্টারনেট প্যাকেজগুলো দেখতে পারবেন। কারণ, তাঁদের অ্যাপে আছে অসংখ্য দরকারি ফিচার। ফলে এই MyGP অ্যাপ ইউজ করে আপনি আপনার সিমের সকল প্রয়োজনীয় কাজই করতে পারবেন। এছাড়াও, গ্রামীনফোনের বর্তমানে মেসেঞ্জার বট আছে। অর্থাৎ, জিপির ফেসবুক পেজে আপনি মেসেজ করলে অটোমেটিক তাৎক্ষনিক উত্তর পাবেন। ফলে মেসেঞ্জারে জিপিকে একটি মেসেজ দিলেই সাথে সাথে জেনে যাবেন বর্তমানে তাঁদের ইন্টারনেট প্যাকেজ এবং অফার সমূহ। আর তাঁদের অফিসিয়াল ওয়েবসাইট তো থাকছেই। সেখানে সুন্দরভাবে সাজানো আছে জিপির সকল এমবি প্যাকেজ এবং অফার গুলো। চাইলে অনলাইনে কিনতে পারবেন সেসব ইন্টারনেট প্যাকেজগুলো।

এবার আসি, আমাদের এই পোস্টের ব্যাপারে। আপনি চাইলে আমাদের এই পোস্টেও পেয়ে যাবে জিপি ইন্টারনেট প্যাক সমূহ। কারণ, আমরা তাঁদের ওয়েবসাইট থেকে সকল ডাটা প্যাকেজগুলো সংগ্রহ করে এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তাহলে চলুন দেখে নেয়া যাক জিপি ইন্টারনেট প্যাকেজ 2020 সমূহ।

জিপি ইন্টারনেট প্যাক এক্টিভেশন কোড

Data VolumePrice (Tk)Activation CodeValidity (Days)
5MB2.62*121*3002#3
350MB33*121*3083#3
115MB58*121*3005#30
85MB28*121*3004#7
555MB149*121*3007#28
1538MB239*121*3027#30
2GB54*121*3242#3 (72 hours)
1GB89*121*3056#7
3GB + Free 3GB108*121*3344#7
6GB148*121*3262#7
10GB + 10GB Free198*121*3133#7
1GB189*121*3390#30
3GB289*121*3391#30
5GB399*121*3392#30
15GB498*121*3459#30
15GB649*121*3393#30
20GB (4G)499*121*3435#30
30GB998*121*3394#30
50GB (4G)999*121*3436#30
100GB (4G)1499*121*3437#30
Whatapp pack 26MB2.61*121*3063#3
Viber pack 26 MB2.61*121*3070#3
Facebook1.57*121*3022#3
Emergency data loan (12MB)5*121*3021#3
Facebook19*121*3024#28
Facebook6.28*121*3023#7

জিপি ইন্টারনেট অফার | GP Internet Offer 2020

জিপি ইন্টারনেট অফার

গ্রামীণফোন প্রতিনিয়ত বিভিন্ন ইন্টারনেট অফার দিয়ে থাকে। কিন্ত আপডেটেড অফারগুলো জানতে তাঁদের অ্যাপ ব্যবহার করা সবচেয়ে ভাল। আমরা এখানে কিছু ইন্টারনেট অফার প্যাকেজ শেয়ার করছি। অফারগুলো কিনতে আপনাকে তাঁদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে কিনতে হবে। আমরা এখানে অনলাইনে কেনার লিংক এড করে দিয়েছি।

ভলিউম প্যাক

অফার প্যাক

সোশ্যাল প্যাক

4G প্যাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *