এইচএসসি ভোকেশনাল রুটিন ২০২০ | কারিগরি শিক্ষা বোর্ড | HSC Vocational

কারিগরি বোর্ডের এইচএসসি রুটিন

এইচএসসি ভোকেশনাল রুটিন ২০২০ প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ১লা এপ্রিল শুরু হবে। অন্যান্য বোর্ডের এইচএসসি পরীক্ষাও একই দিনে শুরু হবে। গত ২৫ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাঁদের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করে।

আপনি কি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একজন এইচএসসি পরীক্ষার্থী? তাহলে আপনার জন্য এই প্রকাশিত সময়সূচি প্রযোজ্য। আসুন জেনে নেয়া যাক টেকনিক্যাল বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২০ সম্পর্কে বিস্তারিত তথ্যাদি এবং পরীক্ষার সময়সূচি। চাইলে ডাউনলোড করেও রাখতে পারবেন এই রুটিন। চলুন শুরু করা যাক।

HSC Auto Pass Result 2020 

কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা 2020

আমরা জানি এইচএসসি পরীক্ষা (HSC) হল বাংলাদেশের অন্যতম একটি পাবলিক পরীক্ষা। যা একাদশ ও দ্বাদশ শ্রেনীর সিলেবাসের উপর নেয়া হয়ে থাকে। ৯টি সাধারন শিক্ষাবোর্ড এর পাশাপাশি আরও ২টি বোর্ডের অধীনেও অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। বিশেষায়িত এই ২টি বোর্ড হল: মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং কারিগরি শিক্ষাবোর্ড। অর্থাৎ, যারা মাদ্রাসা শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষার্থী তাঁদের জন্য মূলত নেয়া হয় এই পরীক্ষা। যা এইচএসসি পরীক্ষার সমমান।

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে আবার ৩টি ক্যাটাগরিতে নেয়া হয় এইচএসসি পরীক্ষা। যথাঃ ভোকেশনাল, ব্যবসা ব্যবস্থাপনা এবং ডিপ্লোমা ইন কমার্স। এই পরীক্ষাগুলোর সময়সূচি সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ টেকনিকাল এডুকেশন বোর্ড। অন্যান্য বোর্ডগুলোর সাথেই একই তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে এই বোর্ডের এইচএসসি পরীক্ষা। রেজাল্টও প্রকাশ হয়ে থাকে একইদিনে।

এইচএসসি ভোকেশনাল রুটিন 2020 | HSC Vocational Exam Routine

এইচএসসি ভোকেশনাল রুটিন ২০২০

ব্যবসা ব্যবস্থাপনা পরীক্ষার সময়সূচি | BTEB HSC BM Routine 2020

এইচএসসি বিএম পরীক্ষার সময়সূচি ২০২০

ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সূচি | HSC Diploma in Commerce Routine 2020

এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স রুটিন ২০২০

এইচএসসি ভোকেশনাল, বিএম এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন PDF ডাউনলোড

আপনি কি কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচি বা রুটিন পিডিএফ আকারে ডাউনলোড করতে চান? তাহলে নিচের লিংক থেকে আপনার কাঙ্ক্ষিত রুটিন ডাউনলোড করে নিতে পারেন।

এইচএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড (সাধারণ শিক্ষা বোর্ড)

আপনি কি সাধারণ শিক্ষাবোর্ডের একজন এইচএসসি পরীক্ষার্থী। আপনি যদি এখনও আপনার এইচএসসি পরীক্ষার সময়সূচি ডাউনলোড করে থাকেন। তবে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

এইচএসসি আলিম পরীক্ষার রুটিন ডাউনলোড (মাদ্রাসা শিক্ষা বোর্ড)

আপনি যদি হয়ে থাকেন একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। আপনার জন্যও বের হয়েছে এইচএসসি সমমানের আলিম পরীক্ষার রুটিন। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ২০২০ সালের আলিম পরীক্ষার সময়সূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *