
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৭ অক্টোবর প্রথম রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠেছে ক্রিকেট বিশ্বের সংক্ষিপ্ত সংস্করণের এই আসর। যদিও এবারের টি২০ বিশ্বকাপ গত বছরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা অবশেষে অনুষ্ঠিত হচ্ছে চলতি বছরের অক্টোবরে। ভেন্যুও পরিবর্তন করে ভারতের বদলে বেছে নেয়া হয়েছে আরব আমিরাত এবং ওমানকে। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বের সবথেকে বড় এই আসরের পর্দা নামবে ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
রুপায়নের আজকের পোস্ট মূলত এবারের T20 World Cup -এর পূর্ণাঙ্গ সময়সূচী নিয়ে। ফলে এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন কবে, কখন, কোথায় এবং কোন দলের খেলা। এছাড়াও থাকবে এই বিশ্বকাপের গ্রুপ অনুযায়ী দলগুলোর তালিকা। তবে আর দেড়ি কেন? চলুন জেনে নেয়া যাক টি২০ বিশ্বকাপ ২০২১ এর সময়সূচী সংক্রান্ত সকল তথ্য।
মোবাইলে বিনামূল্যে বিশ্বকাপ লাইভ টিভি স্ট্রিমিং দেখতে ক্লিক করুন
একনজরে আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১
টুর্নামেন্ট | আইসিসি মেন’স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ |
আয়োজক | ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) |
ক্রিকেট ফরম্যাট | টি-টোয়েন্টি |
অংশগ্রহনকারী দলের সংখ্যা | ১৬ |
প্রথম ম্যাচ শুরুর তারিখ | ১৭ অক্টোবর |
ফাইনাল ম্যাচের তারিখ | ১৪ নভেম্বর |
ভেন্যু | আরব আমিরাত এবং ওমান |
অংশগ্রহনকারী ক্রিকেট দল সমূহ (গ্রুপ এবং স্টেজ আকারে)
আমরা জানি, আইসিসির আয়োজিত বিশ্বকাপ টুর্নামেন্টের খেলাগুলো দুইভাগে অনুষ্ঠিত হয়। প্রথমে বাছাইপর্ব এবং তারপর টুর্নামেন্টের মূল আয়োজনের ম্যাচগুলো। এবারের টি-২০ বিশ্বকাপের শুরুতে থাকছে বাছাই পর্বের ম্যাচগুলো। এই বাছাই পর্বে আবার থাকছে দুটি গ্রুপ। গ্রুপ ‘এ’ -তে থাকছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অপরদিকে গ্রুপ ‘বি’ -তে থাকছে বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। এই দুই গ্রুপ থেকে ২টি করে সেরা ৪টি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল খেলায়।
বিশ্বকাপের মূল পর্বে সরাসরি সুযোগ পেয়েছে টি-২০ ক্রিকেট বিশ্বের সেরা ৮টি দলঃ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। অর্থাৎ এই ৮টি দলের সাথে যোগ দিবে বাছাই পর্ব থেকে সুযোগ পাওয়া ৪টি দল। সবমিলিয়ে ১২টি দলকে নিয়ে শুরু হবে বিশ্বকাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মূল পর্ব। এই মূল পর্বেও থাকছে দুটি গ্রুপ। গ্রুপ ১ – ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল এবং গ্রুপ ‘বি’ রানার্স-আপ দল। গ্রুপ ২ – ইন্ডিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন দল এবং গ্রুপ ‘এ’ রানার্স আপ দল। এই ১২ দলকে নিয়ে মূল পর্বের রাউন্ডকে আইসিসি নাম দিয়েছে ‘সুপার টুয়েল্ভ’।
রাউন্ড | গ্রুপ | দল |
---|---|---|
রাউন্ড ১ | গ্রুপ এ | শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও নামিবিয়া |
রাউন্ড ২ | গ্রুপ বি | বাংলাদেশ, ওমান, স্কটল্যান্ড, ও পাপুয়া নিউগিনি |
সুপার টুয়েলভ | গ্রুপ ১ | ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল এবং গ্রুপ ‘বি’ রানার্স-আপ |
সুপার টুয়েলভ | গ্রুপ ২ | ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন দল এবং গ্রুপ ‘এ’ রানার্স-আপ |
টি ২০ বিশ্বকাপের ভেন্যু / স্টেডিয়াম / মাঠ
প্রথমেই জানিয়ে রাখি, এবারের ২০২১ সালে অনুষ্ঠিত হতে যাওয়া টি ২০ বিশ্বকাপটি মূলত গত বছরে ভারতে হওয়ার কথা ছিল। কিন্ত সারাবিশ্ব জুড়ে করোনা মহামারীর প্রকোপের কারণে সময় পিছিয়ে ২০২১ করা হয়। একইসাথে করোনার তৃতীয় ঢেই ভারতে আঘাত আনতে পারে এমন আশংকায় ভেন্যুও পরিবর্তন করে নির্বাচন করা হয় আরব আমিরাত এবং ওমান। মূলত এই দুই দেশের ৪টি মাঠে গড়াবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। চলুন একনজরে জেনে নেয়া যাক, কোন মাঠ বা স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
- ওমান ক্রিকেট একাডেমির মাঠ
- আবু ধাবি
- শারজাহ ক্রিকেট গ্রাউন্ড
- দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড
আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের সময়সূচী
আমরা ইতিমধ্যে জেনেছি যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ -এর শুরুতে অনুষ্ঠিত হবে বাছাই পর্বের খেলাগুলো। দুটি গ্রুপে খেলবে ৪টি করে মোট ৮টি দল। তাঁদের মাঝে থেকে সেরা ৪টি দল খেলার সুযোগ পাবে এই আসরের মূল পর্ব সুপার টুয়েল্ভে। ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলবে এই বাছাই পর্বের ম্যাচগুলো। এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলতে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকেও। চলুন এক নজরে দেখে নেয়া যাক বাছাই পর্বের সময়সূচী।
তারিখ | সময় | দল ১ VS দল ২ |
---|---|---|
১৭ অক্টোবর | বিকেল ৪টা | ওমান VS পাপুয়া নিউগিনি |
১৭ অক্টোবর | রাত ৮টা | বাংলাদেশ VS স্কটল্যান্ড |
১৮ অক্টোবর | বিকেল ৪টা | আয়ারল্যান্ড VS নেদারল্যান্ডস |
১৮ অক্টোবর | রাত ৮টা | শ্রীলঙ্কা VS নামিবিয়া |
১৯ অক্টোবর | বিকেল ৪টা | স্কটল্যান্ড VS পাপুয়া নিউগিনি |
১৯ অক্টোবর | রাত ৮টা | ওমান VS বাংলাদেশ |
২০ অক্টোবর | বিকেল ৪টা | নামিবিয়া VS নেদারল্যান্ডস |
২০ অক্টোবর | রাত ৮টা | শ্রীলঙ্কা VS আয়ারল্যান্ড |
২১ অক্টোবর | বিকেল ৪টা | বাংলাদেশ VS পাপুয়া নিউগিনি |
২১ অক্টোবর | রাত ৮টা | ওমান VS স্কটল্যান্ড |
২২ অক্টোবর | বিকেল ৪টা | নামিবিয়া VS আয়ারল্যান্ড |
২২ অক্টোবর | রাত ৮টা | শ্রীলঙ্কা VS নেদারল্যান্ডস |
টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচি ২০২১ (মূল পর্ব)
বিশ্বকাপ আসরের বাছাই পর্ব শেষে মূল আয়োজন ‘সুপার টুয়েল্ভ’ শুরু হবে ২৩ অক্টোবর। প্রথম দিনের প্রথম ম্যাচে লড়াইয়ে নামবে ক্রিকেট বিশ্বের অন্যতম দুই পরাশক্তি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিদিন যথাক্রমে অনুষ্ঠিত হবে পরবর্তী ম্যাচগুলো। মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই সুপার টুয়েল্ভে। এই মূল পর্বের সেরা ৪টি দল খেলবে সেমিফাইনাল। সবশেষে সেমিফাইনালের সেরা ২টি দলের মাঝে লড়াই হবে ফাইনাল ম্যাচ। যা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। চলুন দেখে নেয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচি ২০২১ ।
তারিখ | সময় | দল ১ VS দল ২ |
---|---|---|
২৩ অক্টোবর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া VS দক্ষিণ আফ্রিকা |
২৩ অক্টোবর | রাত ৮টা | ইংল্যান্ড VS ওয়েস্ট ইন্ডিজ |
২৪ অক্টোবর | বিকেল ৪টা | বাংলাদেশ VS শ্রীলঙ্কা |
২৪ অক্টোবর | রাত ৮টা | ভারত VS পাকিস্তান |
২৫ অক্টোবর | রাত ৮টা | আফগানিস্তান VS স্কটল্যান্ড |
২৬ অক্টোবর | বিকেল ৪টা | দক্ষিণ আফ্রিকা VS ওয়েস্ট ইন্ডিজ |
২৬ অক্টোবর | রাত ৮টা | পাকিস্তান VS নিউজিল্যান্ড |
২৭ অক্টোবর | বিকেল ৪টা | ইংল্যান্ড VS বাংলাদেশ |
২৭ অক্টোবর | রাত ৮টা | স্কটল্যান্ড VS নামিবিয়া |
২৮ অক্টোবর | রাত ৮টা | অস্ট্রেলিয়া VS শ্রীলঙ্কা |
২৯ অক্টোবর | বিকেল ৪টা | ওয়েস্ট ইন্ডিজ VS বাংলাদেশ |
২৯ অক্টোবর | রাত ৮টা | আফগানিস্তান VS পাকিস্তান |
৩০ অক্টোবর | বিকেল ৪টা | দক্ষিণ আফ্রিকা VS শ্রীলঙ্কা |
৩০ অক্টোবর | রাত ৮টা | ইংল্যান্ড VS অস্ট্রেলিয়া |
৩১ অক্টোবর | বিকেল ৪টা | আফগানিস্তান VS নামিবিয়া |
৩১ অক্টোবর | রাত ৮টা | ভারত VS নিউজিল্যান্ড |
১ নভেম্বর | রাত ৮টা | ইংল্যান্ড VS শ্রীলঙ্কা |
২ নভেম্বর | বিকেল ৪টা | দক্ষিণ আফ্রিকা VS বাংলাদেশ |
২ নভেম্বর | রাত ৮টা | পাকিস্তান VS নামিবিয়া |
৩ নভেম্বর | বিকেল ৪টা | নিউজিল্যান্ড VS স্কটল্যান্ড |
৩ নভেম্বর | রাত ৮টা | ভারত VS আফগানিস্তান |
৪ নভেম্বর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া VS বাংলাদেশ |
৪ নভেম্বর | রাত ৮টা | ওয়েস্ট ইন্ডিজ VS শ্রীলঙ্কা |
৫ নভেম্বর | বিকেল ৪টা | নিউজিল্যান্ড VS নামিবিয়া |
৫ নভেম্বর | রাত ৮টা | ভারত VS স্কটল্যান্ড |
৬ নভেম্বর | বিকেল ৪টা | অস্ট্রেলিয়া VS ওয়েস্ট ইন্ডিজ |
৬ নভেম্বর | রাত ৮টা | ইংল্যান্ড VS দক্ষিণ আফ্রিকা |
৭ নভেম্বর | বিকেল ৪টা | নিউজিল্যান্ড VS আফগানিস্তান |
৭ নভেম্বর | রাত ৮টা | পাকিস্তান VS স্কটল্যান্ড |
৮ নভেম্বর | রাত ৮টা | ভারত VS নামিবিয়া |
টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচি ২০২১ (সেমিফাইনাল / ফাইনাল)
চার-ছয়ের তুমুল লড়াই শেষে সুপার টুয়েল্ভের সেরা ৪ দল সুযোগ পাবে সেমিফাইনাল খেলার। সেমিফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেখিয়ে তবেই সেরা ২টি দল পাবে ফাইনালের টিকেট। সেমিফাইনালের ম্যাচ ২টি যথাক্রমে অনুষ্ঠিত হবে ১০ এবং ১১ নভেম্বর। তারপর দুইদিনের বিরতি দিয়ে ১৪ নভেম্বর মাঠে গড়াবে টান টান উত্তেজনার ফাইনাল ম্যাচ।
সেমিফাইনাল
তারিখ | সময় | দল ১ VS দল ২ |
---|---|---|
১০ নভেম্বর | রাত ৮টা | ইংল্যান্ড VS নিউজিল্যান্ড |
১১ নভেম্বর | রাত ৮টা | পাকিস্তান VS অস্ট্রেলিয়া |
ফাইনাল
তারিখ | সময় | দল ১ VS দল ২ |
---|---|---|
১৪ নভেম্বর | রাত ৮টা | নিউজিল্যান্ড VS অস্ট্রেলিয়া |
ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২০২১ বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
ICC T20 World Cup 2021 Fixtures PDF Download
আপনি কি আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচি / ফিক্সচার পিডিএফ আকারে ডাউনলোড করতে চান? ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে আমরা শেয়ার করছি টি-২০ ওয়ার্ল্ড কাপ ফিকচার ডাউনলোড লিংক। নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচি ২০২১ নিয়ে পোস্টটি যদি আপনার ভাল লেগে থাকে। তবে অবশ্যই ফেসবুকে শেয়ার করার অনুরোধ রইল। যাতে আপনার মতো আপনার পরিচিত ক্রিকেটপ্রেমীরাও ফিক্সচারটি সংগ্রহ করতে পারে। ধন্যবাদ