Jontrona Lyrics (যন্ত্রণা লিরিক্স) | Nodorai | Mohon Sharif

jontrona lyrics

Jontrona Lyrics: যন্ত্রণা গানটি বাংলা গানের জগতে অন্যতম সাড়া জাগানো একটি গান। ‘ন-ডরাই‘ নামের বাংলা সিনেমার জন্য তৈরি এই গানটি গেয়েছেন মোহন শরিফ। লিরিক্স এবং মিউজিক কম্পোজিশনও তাঁরই করা। গানটির মাস্টার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন অমিত চ্যাটার্জি। উল্লেখ্য যে, ন-ডরাই মুভিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনায় এসেছিল ন-ডরাই সিনেমার এই ‘যন্ত্রণা’ গানটি। অনেকেই গানটির লিরিক্স খুঁজে থাকেন অনলাইনে। তাঁদের জন্য আজকের পোস্টে শেয়ার করছি যন্ত্রণা গানের লিরিক।

Jontrona Lyrics Bangla | যন্ত্রণা লিরিক্স

আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে,
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে,
দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন যন্ত্রণার অন্ত নেই।

মন থেকে কী করে
ভুলে যাব তোমার এ ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে,
যন্ত্রণার অন্ত নেই,
যন্ত্রণার অন্ত নেই..

আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি,
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি,
কেন তোমার কথা এখনও কানে বাজে?
না বলা কথা গুলো রয়ে গেলো ..
অসমাপ্ত।..

মন থেকে কী করে
ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে,
যন্ত্রণার অন্ত নেই,
যন্ত্রণার অন্ত নেই ….

nodorai movie

Jontrona Lyrics English

Amar Chokhe Sob Kichu Jhapsa Mone Hoy
Amar Mone Sob Kichu Keno Elomelo Lage,
Amar Chokhe Sob Kichu Jhapsa Mone Hoy
Amar Mone Sob Kichu Keno Elomelo Lage,
Diner Shuru Theke
Vabi Shudhu Tomay Niye
Mone Tobu Ek Kothin Jontronar Onto Nei.

Mon Theke Ki Kore
Vule Jabo Tomar -e Chobi?
Ei Onuvuti Theke Chute Jabo Kobe,
Jontronar Onto Nei,
Jontronar Onto Nei..

Ajo Keno Jeno Lage
Ekhono Sob Kichui Je
Shesh Hoyni Ekhono Baki,
Ajo Keno Jeno Lage
Ekhono Sob Kichui Je
Shesh Hoyni Ekhono Baki,
Keno Tomar Kotha Ekhono Kane Baje?
Na Bola Kotha Gulo Roye Gelo..
Osomapto…
Mon Theke Ki Kore
Vule Jabo Tomar -e Chobi?
Ei Onuvuti Theke Chute Jabo Kobe,
Jontronar Onto Nei,
Jontronar Onto Nei..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *