
জেএসসি রেজাল্ট ২০১৯ । জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি হল বাংলাদেশের অন্যতম একটি পাবলিক পরীক্ষা। অন্যদিকে জেডিসি হল জেএসসি পরীক্ষার সমমান একটি পরীক্ষা যা মূলত মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়ে থাকে। চলতি বছর জেএসসি পরীক্ষায় ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। আর জেডিসি -তে অংশ নিয়েছে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষার্থী। এছাড়াও বিদেশে নয়টি কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ৫৫৪ জন বাংলাদেশী শিক্ষার্থী।
চলতি বছরের জেএসসি/জেডিসি পরীক্ষা গত ২ নভেম্বর শুরু হয়ে তা শেষ হয় ১৬ নভেম্বর। এখন জেএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর শুধুই তাঁদের ফলাফলের জন্য। আজ রুপায়নের সৌজন্যে আপনাদের জন্য জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ এবং রেজাল্ট দেখার নিয়মসহ সকল প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হল।
কবে / কখন জেডিসি এবং জেএসসি রেজাল্ট ২০১৯ প্রকাশিত হবে?
জেএসসি পরীক্ষা শেষ হয়েছে গত ১৬ নভেম্বর। আর তাই জেএসসি বা জেডিসি পরীক্ষার্থীদের মাথায় এখন একটাই প্রশ্ন! কবে বা কখন জেডিসি এবং জেএসসি রেজাল্ট ২০১৯ প্রকাশিত হবে? যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রনালয় কিংবা সংশ্লিষ্ট কোন পক্ষ কোন তারিখ ঘোষণা করেনি। তবে বিগত বছরগুলোতে জেএসসি ফলাফল সাধারনত পরীক্ষা শেষ হওয়ার পর সর্বোচ্চ দুই মাসের মধ্যে প্রকাশিত হয়েছে।
এবছর, জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর তারিখে। জেএসসি সমমান জেডিসি পরীক্ষার ফলাফলও একই দিনে প্রকাশিত হবে। সাধারণত, ফলাফল প্রকাশের দিন সকালে মাননীয় শিক্ষামন্ত্রী দিপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তারপর মূলত দুপুর ১/২টায় সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ফলাফল। তাই পরীক্ষার্থীরা দুপুর থেকে ইন্টারনেট অথবা মোবাইলের মাধ্যমে তাঁদের জেএসসি রেজাল্ট ২০১৮ চেক করতে পারবে।
- আরও দেখুনঃ পিএসসি রেজাল্ট ২০১৯
জেএসসি / জেডিসি পরীক্ষার শিক্ষা বোর্ড সমূহ
নয়টি সাধারন শিক্ষা বোর্ড এবং একটি মাদ্রাসা বোর্ড মিলে মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়েছে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৯। তাই এবারের জেএসসি ফলাফলও প্রকাশ করা হবে শিক্ষা বোর্ড অনুযায়ী। এক নজরে চলুন দেখে নেয়া যাক জেএসসি / জেডিসি শিক্ষা বোর্ড সমূহ এবং তাদের শর্টকোড সমূহঃ
- ঢাকা বোর্ড (DHA)
- দিনাজপুর বোর্ড (DIN)
- চট্টগ্রাম বোর্ড (CHI)
- রাজশাহী বোর্ড (RAJ)
- বরিশাল বোর্ড (BAR)
- যশোর বোর্ড (JES)
- কুমিল্লা বোর্ড (COM)
- সিলেট বোর্ড (SYL)
- ময়মনসিংহ বোর্ড (MYM)
- মাদ্রাসা বোর্ড (MAD)
২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর তারিখে। প্রতিবছরের ন্যায় এবছরও জেএসসি রেজাল্ট বেশ কয়েকটি মাধ্যমে দেখা যাবে। ফলাফল প্রকাশের তারিখে সকালে প্রথমত আনুষ্ঠানিক ফলাফল হস্তান্তরের পর সকল টিভি চ্যানেল এবং অন্যান্য সংবাদ মাধ্যমে ফলাফলের সার্বিক পরিসংখ্যান পাওয়া যায়। এরপর সকলের জন্য ফলাফল অনলাইনে উন্মুক্ত করা হলে আপনি বেশ কয়েকটি উপায়ে তা দেখতে পারবেন। অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, স্মার্টফোন অ্যাপ, মোবাইল এসএমএস এবং স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও আপনার নিজের ফলাফলটি সংগ্রহ করতে পারবেন।
জেডিসি রেজাল্ট ২০১৯ চেক করার উপায়
আমরা জানি, জেএসসি পরীক্ষার একটি সমমান পরীক্ষা হিসেবে পরিচিত জেডিসি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়ে থাকে জেডিসি পরীক্ষা। তবে জেডিসি পরীক্ষার ফলাফলও জেএসসি পরীক্ষার ফলাফলের সাথে প্রকাশ করা হয়ে থাকে এবং তা একই উপায়ে চেক করা যায়। জেএসসি রেজাল্ট চেক করার নিয়মেই চেক করতে পারবেন আপনার জেডিসি ফলাফলও।
অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে জেএসসি রেজাল্ট ২০১৯ – educationboardresults.gov.bd

বাংলাদেশে যেকোন পাবলিক পরীক্ষার ফলাফল দেখার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ওয়েবসাইট। শিক্ষা বোর্ডের ফলাফল দেখার নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে পরীক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাবমিট করলেই দেখা যাবে ফলাফল। জেএসসি রেজাল্ট ২০১৯ চেক করতে ভিজিট করুন www.educationboardresults.gov.bd । কিন্ত জেএসসি রেজাল্ট প্রকাশের দিন একসাথে লাখ লাখ পরীক্ষার্থীর মাত্রাতিরিক্ত চাপের কারণে উক্ত ওয়েবসাইট ডাউন থাকে এবং ফলাফল দেখতে কিছুটা বেগ পেতে হয়।
মোবাইলে এসএমএস -এর মাধ্যমে জেএসসি ফলাফল ২০১৯ জানার নিয়ম
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ চেক করার আরেকটি জনপ্রিয় উপায় হল মোবাইল এসএমএস। দেশের যেকোন মোবাইল অপারেটর থেকে নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস করলেই ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার ফলাফল। এজন্য প্রতি এসএমএস -এর জন্য চার্জ করা হবে ২টাকা মাত্র। এসএমএসের মাধ্যমে জেএসসি রেজাল্ট জানার পদ্ধতি নিচে দেয়া হল।
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যান। এরপর নতুন একটি এসএমএস কম্পোজ করে টাইপ করুন JSC। এরপর একটি স্পেস দিয়ে আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (যেমনঃ Dhaka = DHA)। তারপর আরও একটি স্পেস দিয়ে লিখুন আপনার জেএসসি রোল নম্বর। এরপর আবারও একটি স্পেস দিয়ে লিখুন পরীক্ষার সাল অর্থাৎ 2019। এবার এসএমএসটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে পেয়ে যাবেন ফলাফল। উদাহরন স্বরূপ একটি এসএমএস ফরম্যাট নিচে দেয়া হলোঃ
JSC <space> DHA <space> 814580 <space> 2019
স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনে নিন জেএসসি রেজাল্ট ২০১৯ সবার আগে সহজেই
আপনারা চাইলে সবার আগে সহজেই জেএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে। জেএসসি ফলাফল প্রকাশের পরপরই তা স্কুলের নোটিশ বোর্ডেও দেয়া হয়। তাই নিজেরসহ বন্ধু বান্ধবের ফলাফলও জানতে পারবেন আপনার স্কুল থেকে। এজন্য রেজাল্ট প্রকাশের তারিখে পরীক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে।
জেডিসি / জেএসসি রেজাল্ট ২০১৯ মার্কশীট ডাউনলোড
প্রাথমিকভাবে পরীক্ষার ফলাফল দেখার পর বিস্তারিত ফলাফল দেখতে সবাই চায়। এজন্য আপনাকে আপনার জেএসসি রেজাল্ট মার্কশীটসহ ডাউনলোড করতে হবে। যা মূলত পাওয়া যায় ফলাফল প্রকাশের তারিখে বিকেলের পর। অর্থাৎ, ওয়েবসাইটে চাপ কমার পর বিকেলের দিকে শিক্ষা বোর্ড মার্কশীট সহ পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করে ওয়েবসাইটে। তাই মার্কশীটসহ জেএসসি রেজাল্ট ডাউনলোড করতে আপনাকে ভিজিট করতে হবে www.educationboardresults.gov.bd। সেখান থেকে আপনি আপনার প্রাপ্ত জেএসসি অথবা জেডিসি রেজাল্ট ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন।
জেএসসি রেজাল্ট ২০১৯ ঢাকা বোর্ড
ঢাকা বোর্ড বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের মধ্যে প্রধান শিক্ষা বোর্ড। অর্থাৎ, অন্যান্য শিক্ষা বোর্ডগুলো নিয়ন্ত্রিত করে থাকে মূলত ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডের অধীনে প্রতিবার সর্বোচ্চ সংখ্যক জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে থাকে। দেশসেরা স্কুলগুলোও এই শিক্ষা বোর্ডের অধীনে অবস্থিত। তাই, ফলাফলের দিক থেকেও ঢাকা বোর্ড এগিয়ে থাকে এবং এই বোর্ডের জেএসসি রেজাল্ট জানতে সবার আগ্রহ থাকে। আপনিও যদি হয়ে থাকেন ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার্থী তাহলে জেএসসি রেজাল্ট জানতে আপনাকে ভিজিট করতে হবে ঢাকা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd অথবা www.educationboardresults.gov.bd। এছাড়াও মোবাইল এসএমএসের মাধ্যমে ঢাকা বোর্ডের জেএসসি ফলাফল জানতে নিচের ফরম্যাট অনুসরন করুনঃ
JSC <space> DHA <space> JSC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
বরিশাল বোর্ড -এর জেএসসি রেজাল্ট ২০১৯ চেক করুন
বরিশাল বোর্ডের অধীনেও এবছর অনুষ্ঠিত হয়েছে জেএসসি পরীক্ষা এবং উক্ত বোর্ডের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছে। আপনিও যদি বরিশাল বোর্ডের জেএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন এবং জানতে চান আপনার জেএসসি পরীক্ষার ফলাফল। তবে ভিজিট করুন www.barisalboard.gov.bd অথবা www.educationboardresults.gov.bd । এছাড়া এসএমএসের মাধ্যমে বরিশাল বোর্ডের জেএসসি ফলাফল পেতে নিচের নিয়ম দেখুনঃ
JSC <space> BAR <space> JSC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
সবার আগে চট্টগ্রাম বোর্ড জেএসসি রেজাল্ট ২০১৯ জেনে নিন
দেশের অন্যতম পুরোনো এবং বৃহৎ শিক্ষা বোর্ড হল চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা এবং এর আশেপাশে অবস্থিত জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়েই গঠিত চট্টগ্রাম শিক্ষা বোর্ড। পাহাড় পর্বতে ঘেরা এই শিক্ষা বোর্ডের প্রত্যেক জেএসসি পরীক্ষার্থী এখন দিন গুনছে জেএসসি রেজাল্টের অপেক্ষায়। চট্টগ্রাম বোর্ড জেএসসি রেজাল্ট ২০১৯ চেক করতে ভিজিট করুন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bise-ctg.portal.gov.bd অথবা www.educationboardresults.gov.bd । চাইলে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা নিচের উপায়ে এসএমএসের মাধ্যমে চেক করতে পারেন জেএসসি রেজাল্টঃ
JSC <space> CHI <space> JSC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
দেখে নিন কুমিল্লা বোর্ডের জেএসসি পরীক্ষার ফলাফল
দেশের আরেকটি শিক্ষা বোর্ডের নাম হল কুমিল্লা। অনেকেই বলে থাকেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার খাতাগুলো একটু কঠোরভাবে মূল্যায়ন করা হয় বলে প্রায়ই এই বোর্ডের ফলাফলে ধ্বস দেখা যায়। তাই কুমিল্লা বোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষার্থীরাও বেশ চিন্তার সাথে দিন কাটাচ্ছেন। কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থীরা জেএসসি রেজাল্ট ২০১৯ দেখতে ভিজিট করুন www.comillaboard.portal.gov.bd অথবা www.educationboardresults.gov.bd । আর এসএমএস করে ফলাফল জানতে নিচের নিয়ম দেখুনঃ
JSC <space> COM <space> JSC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
যশোর বোর্ড জেএসসি ফলাফল ডাউনলোড
মূলত খুলনা বিভাগে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে যশোর শিক্ষা বোর্ড গঠিত। অন্যান্য বোর্ডের সাথে এই যশোর বোর্ডের জেএসসি ফলাফলও প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখ। যশোর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.jessoreboard.gov.bd অথবা শিক্ষা বোর্ডের ফলাফল দেখার মূল সাইট www.educationboardresults.gov.bd ভিজিট করেও চেক করতে পারবেন যশোর বোর্ডের জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯। আর মোবাইলে এসএমএস পদ্ধতিঃ
JSC <space> JES <space> JSC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
ময়মনসিংহ বোর্ড জেএসসি রেজাল্ট সহজেই দেখে নিন
দেশের সর্বশেষ প্রতিষ্ঠিত শিক্ষা বোর্ড হল ময়মনসিংহ। নতুন এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবারেই প্রথম অনুষ্ঠিত হয়েছে জেএসসি পরীক্ষা। তাই উক্ত বোর্ডের জেএসসি পরীক্ষার্থীরাও দারুন চিন্তিত। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জেএসসি ফলাফল পাওয়া যাবে www.mymensingheducationboard.gov.bd এই ঠিকানায়। এছাড়াও ভিজিট করতে পারেন www.educationboardresults.gov.bd । আর এসএমএস পদ্ধতি তো থাকছেই!
JSC <space> MYM <space> JSC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
রাজশাহী বোর্ড জেএসসি রেজাল্ট দেখার নিয়ম
এবছর রাজশাহী বোর্ডের অধীনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছে এবারের জেএসসি পরীক্ষায়। একটি ভাল ফলাফলের প্রত্যাশায় এখন দিন কাটছে প্রতিটি পরীক্ষার্থীর। রাজশাহী শিক্ষা বোর্ডের জেএসসি ফলাফল চেক করতে ভিজিট করুন www.rajshahieducationboard.gov.bd অথবা www.educationboardresults.gov.bd । এছাড়াও এসএমএস করে জেএসসি রেজাল্ট জানতেঃ
JSC <space> RAJ <space> JSC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
সিলেট বোর্ড জেএসসি ফলাফল জানার উপায়
তুলনামূলক কম পরীক্ষার্থী প্রতিবার সিলেট শিক্ষা বোর্ডে দেখা যায়। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে প্রকাশিত হবে সিলেট বোর্ডেরও জেএসসি পরীক্ষার ফলাফল। ভিজিট করুন www.sylhetboard.gov.bd অথবা www.educationboardresults.gov.bd । আর এসএমএস মাধ্যমে সিলেট বোর্ডের জেএসসি ফলাফল দেখতেঃ
JSC <space> SYL <space> JSC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
চেক করুন জেএসসি রেজাল্ট ২০১৯ দিনাজপুর বোর্ড
দেশের উত্তরবঙ্গ অঞ্চলের শিক্ষা বোর্ড হল দিনাজপুর। প্রতিবছর সকল পাবলিক পরীক্ষাগুলোতেও এগিয়ে থাকে দিনাজপুর শিক্ষা বোর্ড। এবছরের জেএসসি পরীক্ষাতেও অংশ নিয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী। দিনাজপুর শিক্ষাবোর্ডের জেএসসি রেজাল্ট জানতে ভিজিট করুন www.dinajpureducationboard.gov.bd অথবা www.educationboardresults.gov.bd । এসএমএস করে দিনাজপুর বোর্ডের জেএসসি রেজাল্ট চেক করতে নিচের নিয়ম দেখুনঃ
JSC <space> DIN <space> JSC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
মাদ্রাসা বোর্ড জেডিসি রেজাল্ট ২০১৯ মার্কশীট ডাউনলোড
আমরা ইতিমধ্যে জেনেছি, জেডিসি হল জেএসসি পরীক্ষারই একটি সমমান পরীক্ষা। যা মূলত মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের জন্য। যেসব শিক্ষার্থী মাদ্রাসায় পড়াশুনা করে থাকে। তাঁদের জন্য দেশের প্রতিটি পাবলিক পরীক্ষার একটি সমমান পরীক্ষা রাখা হয়। তেমনি একটি পরীক্ষা হল জেডিসি। অর্থাৎ জেএসসি পরীক্ষা মূলত সাধারন শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য। আর জেডিসি অর্থাৎ জুনিয়র দাখিল সার্টিফিকেট শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য। যদিও জেএসসি ও জেডিসি ফলাফল একই দিনে একই সময়ে প্রকাশ করা হয়ে থাকে। জেডিসি পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট জানতে ভিজিট করুন www.bmeb.gov.bd অথবা www.educationboardresults.gov.bd । দাখিল শিক্ষার্থীরা এসএমএস মাধ্যমেও নিতে পারেন তাঁদের জেডিসি পরীক্ষার ফলাফলঃ
JDC <space> MAD <space> JDC Roll Number <space> 2019 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা
২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক পরীক্ষার্থী এবং ফলাফল প্রত্যাশীর জন্য রইল শুভ কামনা। আপনাদের সুবিধার্থে জেএসসি/জেডিসি ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য সংকলন করে তুলে ধরা হল এই পোস্টে। রুপায়নের সাথেই থাকুন আর সবার আগে নিয়ে নিন জেএসসি – জেডিসি রেজাল্ট ২০১৯।