
প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। উক্ত ফল অনুযায়ি, মোট ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন লিখিত পরীক্ষায়। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবারে আবেদন করেছিল মোট ২৪ লাখ ৫ জন প্রার্থী। প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রকাশ করে এই ফলাফল।
- নতুন চাকরির খবর: সমাজকল্যাণ মন্ত্রনালয়ে ৩৪৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
উল্লেখ্য যে, এবারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৪ ধাপে। প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। আর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত বছরের ৩০ জুলাই তারিখে। যার প্রেক্ষিতে আবেদন কার্যক্রম চলে ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। ১২ হাজার আসনের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিল ২৪ লাখ ৫ জন প্রার্থী। সেই হিসাবে, প্রতি আসনে লড়েছে ২০০ জন প্রার্থী।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। মোট ১৮ হাজার ১৪৭ জন জন পাস করেছেন মৌখিক পরীক্ষায়। পাসকৃত পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস চলে গিয়েছে। অভিনন্দন
প্রাথমিক শিক্ষক নিয়োগ রেজাল্ট দেখবেন যেভাবে
আপনি কি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট খুঁজছেন? আপনি এসেছেন সঠিক ওয়েবসাইটে। এই পোস্টে আপনার সাথে শেয়ার করা হবে প্রাইমারি শিক্ষক নিয়োগের ফল দেখার নিয়ম। রেজাল্ট দেখতে আপনাকে ভিজিট করতে হবে www.dpe.gov.bd ওয়েবসাইট। প্রাথমিক শিক্ষা অধিদফতরের উক্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আপনার ফলাফল।
প্রাইমারি শিক্ষক নিয়োগের ফল ডাউনলোড
প্রচুর ভিজিটর চাপের কারণে রেজাল্ট দেখার সাইট ডাউন? চাইলে ডাউনলোড করে নিতে পারেন প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগের ফল পিডিএফ আকারে। জেলা অনুযায়ী ফল ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফাইল আকারে।
Primary Teacher Exam Result Download PDF [District Wise]
DPE Primary Assistant Teacher Exam Result 2019
Do you want to check primary teacher recruitment exam result? Here you will find primary assistant teacher exam result 2019. Primary School Teacher Exam, DPE, dpe.gov.bd, Primary Result 2019 PDF, MCQ Result, Assistant Teacher Recruitment for Primary School, Check Primary Teacher Exam Result, Result Free Download PDF 2019, How To Check Primary Teacher Job Result Now, Check Fast, Directorate of Primary Education, Teletalk Result Publish, Result Checking Process, District Wise Result, 1st Phase, 2nd Phase, 3rd Phase, 4th Phase, Viva Date, Primary Teacher Job Circular Apply Now, Result Online PDF, Finally The Primary Assistant Teacher Result Published Officially. You can download primary teacher job result now from the official website free.
I want a job.