পিএসসি রুটিন ২০১৯ (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি ডাউনলোড)

পিএসসি রুটিন ২০১৯

পিএসসি রুটিন ২০১৯ প্রকাশিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে এই সময়সূচি। প্রতিবছরের মতো এবারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর, ২০১৯ ইং থেকে শুরু হবে এবছরের পিএসসি পরীক্ষা। যা শেষ হবে ২৪ নভেম্বর, ২০১৯ ইং তারিখে। অন্যান্য পাবলিক পরীক্ষাগুলোর মতো সারাদেশে একযোগেই অনুষ্ঠিত হয়ে থাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষা।

পিএসসি রেজাল্ট 2019 প্রকাশের তারিখ জানতে ক্লিক করুন

আপনি কি প্রাথমিক শিক্ষা সমাপনী / প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি জানতে চান? আপনি এসেছেন সঠিক ওয়েবসাইটে। আজকের পোস্টে রুপায়নের সৌজন্যে শেয়ার করা হবে পিএসসি পরীক্ষার রুটিন। চাইলে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন উক্ত পি এস সি সময়সূচি ২০১৯। এছাড়া, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও পাওয়া যাবে এই পোস্টে। তো চলুন শুরু করা যাক…

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা

আসুন প্রথমেই জেনে নিই, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আসলে কি? মূলত, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পাবলিক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি অর্জন করে শিক্ষার্থীরা। অর্থাৎ, প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষা স্তরে প্রবেশের একটি পরীক্ষা হল এই প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী। যদিও এটি পিএসসি নামেই বেশি পরিচিত। পিএসসি অর্থ হল প্রাইমারী স্কুল সার্টিফিকেট। যদিও পিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সংক্ষিপ্ত নাম। কিন্ত, জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার মতো তাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও পিএসসি নামেই ডাকে সাধারন শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষাকে এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বলা হয়। ২০০৯ সাল থেকে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার মাধ্যমে প্রবর্তিত হয় এই পরীক্ষা।

পিএসসি পরীক্ষার সময়সূচি ২০১৯ (প্রাথমিক শিক্ষা সমাপনী)

তারিখ ও দিনবিষয়সময়
১৭/১১/২০১৯
রবিবার
ইংরেজিসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
১৮/১১/২০১৯
সোমবার
বাংলাসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
১৯/১১/২০১৯
মঙ্গলবার
বাংলাদেশ ও বিশ্বপরিচয়সকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২০/১১/২০১৯
বুধবার
প্রাথমিক বিজ্ঞানসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২১/১১/২০১৯
বৃহস্পতিবার
ধর্ম ও নৈতিক শিক্ষাসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২৪/১১/২০১৯
রবিবার
গণিতসকাল ১০টা ৩০ – দুপুর ১টা

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি ২০১৯

তারিখ ও দিনবিষয়সময়
১৭/১১/২০১৯
রবিবার
ইংরেজিসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
১৮/১১/২০১৯
সোমবার
বাংলাসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
১৯/১১/২০১৯
মঙ্গলবার
বাংলাদেশ ও বিশ্বপরিচয়সকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২০/১১/২০১৯
বুধবার
আরবিসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২১/১১/২০১৯
বৃহস্পতিবার
কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহসকাল ১০টা ৩০ – দুপুর ১টা
২৪/১১/২০১৯
রবিবার
গণিতসকাল ১০টা ৩০ – দুপুর ১টা

পিএসসি রুটিন ২০১৯ ডাউনলোড [PSC / EBT Exam Routine 2019 Download]

পিএসসি রুটিন ২০১৯

ডাউনলোড করতে চান ২০১৯ সালের পিএসসি পরীক্ষার রুটিন? আমরা শেয়ার করেছি প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী রুটিন ডাউনলোড লিংক। ফলে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে রাখতে পারবেন এই পরীক্ষার সময়সূচি।

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ সংক্রান্ত কিছু তথ্য

  • ১১তম বারের মতো সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসসি পরীক্ষা।
  • প্রতিটি পরীক্ষা সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।
  • বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।
  • পিএসসি পরীক্ষার ফি ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের উপস্থিত বাধ্যতামূলক।
  • চলতি বছরেই ডিসেম্বরের শেষ সপ্তাহে পিএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

PSC Exam Routine 2019

প্রাইমারী শিক্ষা সমাপনী 2019, প্রাইমারি স্কুল সার্টিফিকেট, প্রাথমিক শিক্ষা সমাপনী, এবতেদায়ী / ইবতেদায়ী শিক্ষা সমাপনী, পিএসসি রুটিন ডাউনলোড করুন, ২০১৯ সালের সমাপনী পরীক্ষার সময়সূচি, পি এস সি সময়সূচী 2019, পিএসসি পরীক্ষা কবে?, পরীক্ষা শুরুর সময়, মানবন্টন, মাদ্রাসা বোর্ডের পিএসসি রুটিন, ৫ম শ্রেণীর সমাপনী এক্সাম, পঞ্চম শ্রেনির ফাইনাল পরীক্ষার সময়সূচি, PSC, EBT, Routine Download, Exam Schedule, Primary School Certificate Exam 2019, PSC Exam Routine PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *