শুভ নববর্ষ ২০২২ শুভেচ্ছা এসএমএস, বাংলা SMS, ছন্দ কালেকশন

শুভ নববর্ষ ২০২০

শুভ নববর্ষ ২০২২: সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। ১৪২৮ কে বিদায় জানিয়ে চলে এলো বাংলা আরেকটি বছর ১৪২৯। আমরা ইংরেজি সালের হিসাবে দিনক্ষণের হিসাব রাখলেও বাংলা বছরকে স্বাগত জানানো আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি। প্রতি বছরই আমরা সারাদেশ ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকি। যদিও দ্বিতীয়বারের মতো এবারো করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়েছে বাংলা নববর্ষের সবরকম আয়োজন। ঘরবন্দী অবস্থাতেই এবারে স্বাগত জানাতে হচ্ছে বাংলা নতুন বছর ১৪২৯ কে।

তাই এবছর নতুন বছরের উদযাপনের রং ছুঁয়ে যাবে ভার্চুয়াল জগত। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বিনিময় হবে একে অন্যের সাথে। এজন্য আমাদের প্রয়োজন হয় শুভেচ্ছা বার্তা / এসএমএস / ছন্দে লেখা কবিতা। রুপায়নের আজকের পোস্টে থাকছে এমনই কিছু পহেলা বৈশাখ স্পেশাল বাংলা এসএমএস কালেকশন।

বাংলা নববর্ষ ১৪২৯ | Bangla Noboborsho 1429

হাসি-দুঃখ-গ্লানি। ছিল, আছে, থাকবে। নতুন বছরের শুভদিন। আসবে কাছে ডাকবে। ঐসব গ্লানি ভুলে গিয়ে, নাও মনে ঐ ডাক। জানাই হে প্রিয় সকলকে। শুভ পহেলা বৈশাখ।

আম পাতা জোড়া জোড়া, নতুন সব দিচ্ছে সাড়া। ভাল থেকো, সুখে থেকো। আর আমার কথাটি মনে রেখো। শুভ নববর্ষ।

নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দূর হয়ে। জীবন হোক সুন্দর, অতীত যাও ভুলে। নতুন বছর সাজাও তুমি নিজের মতো করে। শুভ নববর্ষ ১৪২৯।

নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে। আসবে একটা নতুন দিন। দুঃখ হতাশা যাও ভুলে। হাসি আনন্দ নিও তুলে। বছরটা হোক অমলিন। বাংলা নতুন বছরের শুভেচ্ছা।

রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে। নতুন আলোয় নতুন ভোরে দুঃখ যাবে ভুলে। ঝিলমিলিয়ে হাসবে আবার, আঁধার হবে শেষ! এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস। শুভ নববর্ষ ২০২২ ।

শুভ নববর্ষ ২০২২ বাংলা এসএমএস | Shuvo Noboborsho 2022 Bangla SMS

পহেলা বৈশাখের ছবি
পহেলা বৈশাখের ছবি

মুছে দিতে সকল গ্লানি। নতুন বছর আসছে জানি। সুখী ছিলে, সুখে থাকো। আর শুভ হোক তোমার নতুন বছর। তোমাকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা।

বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য। আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা। আর নতুন হোক আজকের ভালবাসা। শুভ নববর্ষ ১৪২৯।

ফুল ফুটেছে বনে বনে। ভাবছি তোমায় মনে মনে। বছি তোমার কানে কানে… শুভ নববর্ষ ২০২২ ।

আগের সব কষ্ট, করে ফেল নষ্ট। নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখনা দুঃখ মনে। শুভ হোক নতুন দিন, খুশি থেকো সারা দিন। শুভ নববর্ষ ১৪২৯।

নতুন সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

পহেলা বৈশাখের শুভেচ্ছা এস এম এস | Pohela Boishakh Shuveccha SMS

নতুন বছর আসুক শুধু আনন্দের স্পর্শ নিয়ে, আমার তরফ থেকে তোমায় জানাই শুভ নববর্ষ।

পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছরে সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ নববর্ষ।

নববর্ষের নবরুপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর, সমৃদ্ধ হোক তোমার আগামীর দিনগুলো। শুভ নববর্ষ!

ঢাক ঢোল মাদলের তালে। রঙ বেরঙের মনের দেয়ালে। বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে। শুভ নববর্ষ ১৪২৯।

রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা বলছে, নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে। রং মেখে ললনা, হেলে দুলে চলনা। এমন দিনে কেউ করোনা ছলনা। শুভ পহেলা বৈশাখ।

ঝরে গেল আজ বসন্তের পাতা। নিয়ে যাক সঙ্গে সব মলিনতা। বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায়, “শুভ নববর্ষ”

পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙালির প্রাণ। নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো।

১লা বৈশাখ নতুন বাংলা ছন্দ SMS

পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ

ইচ্ছেগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে। দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন তোর কোন শখ, এই কামনার সাথে জানাই “শুভ পহেলা বৈশাখ।”

রেশমি চুড়ি আর রঙিন শাড়ি, ইলিশ ভাজি আর পান্তা হাড়ি। ঢাক ঢোল আর তবলা। নতুন সাজে সাজলো বাংলা। এলোরে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ।

বাউল গানের তালে তালে, নতুন বছর এসেছে ঘুরে। উদাসী হাওয়ার সুরে সুরে বাংলা মাটির পথটি জুড়ে। শুভ নববর্ষ ১৪২৯।

নতুন বছরের নতুন দিন। অল্প কিছু শুভেচ্ছা নিন। দুঃখ গুলো ঝেড়ে ফেলুন। নতুন কিছু স্বপ্ন গড়ুন। নতুন বছর নতুন আশা, রইলো কিছু ভালোবাসা। শুভ নববর্ষ।

নতুন আলো নতুন ভোর। আসলো বছর কাটল প্রহর। অতীতের হলো মরণ, নতুনকে করো বরণ। পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি। তোমাকে জানাই নববর্ষের প্রীতি।

বারো মাসে তেরো পার্বণ এবার এলো বলে। বাঙালির একটি বছর বয়ে গেল চলে। নতুন বছর আনুক শুধু আনন্দেরই স্পর্শ। আমার তরফ থেকে জানাই তোমায় শুভ নববর্ষ।

নতুন ভোরের নতুন আলো। নতুন আশার প্রদীপ জ্বালো। নতুন সুরের নতুন গানে। নতুন করে এগিয়ে চলো। শুভ নববর্ষ।

বৈশাখ দিলো নতুনের ডাক। পুরনো দুঃখ যাক মুছে যাক।

বাংলা নববর্ষের আরও এসএমএস এবং ওয়ালপেপার কালেকশন

বাংলা নতুন বছরের আরও শুভেচ্ছা এসএমএস এবং ওয়ালপেপার কালেকশন চাচ্ছেন? আপনার জন্য রয়েছে আরও অধিক কালেকশন। পহেলা বৈশাখ স্পেশাল নতুন আরও বাংলা SMS এবং ওয়ালপেপার পেতে নিচের লিংকে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *