counter statistics

নববধূর সাথে যেভাবে নতুন বছর উদযাপন করলেন তাসকিন

দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেই গত ৩১ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টাইগার স্পীড স্টার খ্যাত পেসার তাসকিন আহমেদ। দীর্ঘ ৭ বছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় এই ক্রিকেটার। তবে বিয়ের পর সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাসকিনকে।

এমনকি এই বিয়েকে মানবে না বলে ফেসবুকে ইভেন্ট পর্যন্ত খোলা হয়। এদিকে গতকাল দেখা গেল তাসকিন ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে সদ্যবিবাহিত স্ত্রীর সাথে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ। ২০১৮ সালে ভিন্নকিছু  উপহার দেওয়ার উদ্দেশ্যে। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো’।  ছবিতে এই নব দম্পতির সাজ ছিলো নজরকাড়ার মতো।

উল্লেখ্য, ২০১৪ সালের ১ এপ্রিল  বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তাসকিনের। ২০১৪ সালে ভারতের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়।খেলায় তিনি ৫ উইকেট লাভ করেন। একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে তিনি অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নেন।

Updated: January 1, 2018 — 5:43 pm
কপিরাইট © 2017 রুপায়ন ডট কম Frontier Theme