
২০১৯ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। উল্লেখ্য যে, তন্মোধ্যে তত্ত্বীয় পরীক্ষা চলবে ২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে । তত্ত্বীয় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সদ্য প্রকাশিত হওয়া এসএসসি রুটিন ২০১৯ আজকের পোস্টে শেয়ার করা হল।
২০২০ সালের এসএসসি রুটিন প্রকাশিত হয়েছে!
এসএসসি রুটিন ২০১৯ (SSC Routine 2019)
এসএসসি রুটিন ২০১৯ ডাউনলোড (SSC Routine 2019 Download)
২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রয়োজন। আপনাদের সুবিধার্থে ডাউনলোড করে নিতে পারেন এসএসসি রুটিন ২০১৯। পিডিএফ অথবা ইমেজ আকারে এখনই ডাউনলোড করে নিন এসএসসি পরীক্ষার সময়সূচি একদম বিনামূল্যে।
- SSC Routine 2019 Download PDF
- SSC Routine 2019 Theory Download Image
- SSC Routine 2019 Practical Download Image
দাখিল এবং ভোকেশনাল পরীক্ষার সময়সূচি ২০১৯
এসএসসি পরীক্ষার সমমান হল দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা। এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৮টি সাধারন শিক্ষা বোর্ডের অধীনে। একই সাথে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয় ভোকেশনাল পরীক্ষা। এবারের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এই দুটি সমমানের পরীক্ষা।
- Madrasah Education Board Dakhil Routine 2019 Download
- Technical Education Board Vocational Routine 2019 Download
- Technical Education Board Dakhil (Vocational) Routine 2019 Download
মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল রুটিন ২০১৯ ডাউনলোড (Dakhil Routine 2019)
কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল রুটিন ২০১৯ ডাউনলোড (Vocational Routine 2019)
কারিগরি শিক্ষা বোর্ড দাখিল ভোকেশনাল রুটিন ২০১৯ ডাউনলোড (Dakhil Vocational Routine 2019)
এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা
- পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে আসন গ্রহন করতে হবে।
- প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
- যেসব বিষয়ে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন আছে। সেক্ষেত্রে প্রথমে বহু নির্বাচনী এবং তারপর সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে দুই পরীক্ষার মাঝে কোন বিরতি থাকবেনা।
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ছাড়া কোনভাবেই কোন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেনা। পরীক্ষা শুরুর নূন্যতম ৩ দিন আগেই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পরীক্ষার্থীকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
- উত্তরপত্র কোনভাবেই ভাঁজ করা যাবেনা।
- পরীক্ষায় সাধারন সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য রুপায়ন ডট কমের পক্ষ থেকে রইল শুভ কামনা। এসএসসি পরীক্ষা ২০১৯ -এর সকল আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন…
ssc
ssc পরিক্ষার রুটিন
ভালো
Very very nice post.
Thanks