ভালোবাসার ছন্দ কালেকশন | রোমান্টিক প্রেমের ছন্দ | Romantic SMS Bangla

রোমান্টিক ভালোবাসার ছন্দ

রোমান্টিক কাপলদের জন্য নিয়ে এলাম ভালোবাসার ছন্দ নিয়ে সেরা কালেকশন। প্রেম-ভালোবাসা আমাদেরকে এক অন্যরকম অনুভূতির অভিজ্ঞতা দিয়ে থাকে। যেখানে যেমন থাকে অবর্ণনীয় যাতনা-বেদনা, ঠিক তেমনি থাকে রোমান্টিক অনুভব। প্রেমিক-প্রেমিকারা তাঁদের রোমান্টিক সম্পর্ককে আরও মধুর করতে প্রায় সময়ই ছোট ছোট ভালোবাসার ছন্দ শেয়ার করে থাকেন। যা আপনার প্রেমিক বা প্রেমিকাকে আরও রোমান্টিক করে তোলে। শুধু যে, প্রেমিক-প্রেমিকার জন্যই এসব রোমান্টিক কথার প্রয়োজন হয়, ঠিক সেরকমটা নয়! স্বামী-স্ত্রীর রোমান্টিক মুহূর্তেও আপনি ছোট্ট ছোট্ট রোমান্টিক ছন্দ দিয়ে আপনার পার্টনারকে খুশি করতে পারেন। আবার কাউকে প্রেমে ফেলানোর আগেও প্রেমের ছন্দ কবিতার জুড়ি নেই!

আপনিও কি আপনার সুন্দর ভালোবাসার সম্পর্ককে আরও রোমান্টিক করতে চান? তবে আপনি চাইলে সংগ্রহে রাখতে পারেন আমাদের শেয়ার করা অসাধারণ কিছু ভালোবাসার ছন্দ কবিতা। যা আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার সেরা উপায় হিসেবে কাজ করবে। আমরা ইন্টারনেট থেকে বেছে নিয়ে সেরা প্রেমের ছন্দমালা, এস এম এস, উক্তি, কবিতাগুলোই শেয়ার করেছি আজকের পোস্টে। তবে চলুন দেখে নেয়া যাক রোমান্টিক প্রেম-ভালোবাসার মেসেজ কালেকশন।

রোমান্টিক ভালোবাসার ছন্দ 🥰 Romantic Love SMS in Bangla 2021

তোমায় পেলে আমি জোছনা দেখা ছেড়ে দেব,
কারণ প্রতি রাতে আমার ঘর আলোকিত করে রাখা চাঁদ
দেখার পর আমার আর নতুন করে জোছনা দেখার সাধ জাগবে না!

বিশ্বাসে তুমি নিঃশ্বাসে তুমি,
প্রতিটি মুহুর্তে শুধু তুমি।
ক্ষনে ক্ষনে প্রতি ক্ষনে তুমি,
প্রানের চেয়েও প্রিয় শুধু তুমি।

আমায় ডেকো ঘুমের ঘোরে নয়তো কৌতুহলে
আসব ছুটে যেথায় থাকি তোমার ডাক পেলে
একটুখানি মনে করো দুঃখের আভাস পেলে
পারবনা থাকতে দূরে তুমি একটু ব্যথা পেলে।

তোমায় পেলে ছেড়ে দেব দখল করা রাজ্য
হবো পথের ভিখারি তুমি যদি চাও,
দুনিয়া দখলও করতে পারি এক নিমিষে
যদি তুমি চিরতরে আমার হয়ে যাও।

তোমার ঐ হাসি দেখে যায়না চোখ ফেরানো,
এতটা মিষ্টি হাসি দেখিনি কোথাও যেন।
কি করে হাসো বলো এতটা মিষ্টি করে,
পাগল আমার এ মন তোমার ঐ হাসির তরে।
যদি পাই তোমাকে আমার করে ও সখি…
পূর্ণ হবে সব চাওয়া কিছু রবেনা বাকী।

তুমি আমার সকাল দুপুর
তুমি সারাবেলা…
কেন তুমি আমাকে করো অবহেলা!

সকাল দুপুর সারাবেলা
তোমার ছবি আঁকি
তুমি আমার ভালোবাসার
পোষা ময়না পাখি।

আকাশ পানে চেয়ে দেখ
জ্বলছে কতো তারা
তুমি ছাড়া এই জীবনে
আমি দিশেহারা।

যদি জোনাকি হতাম…
তোমার কাছে উড়ে যেতাম
মিটি মিটি করে জ্বলতাম তোমার চারপাশে
নীরবে বসতাম তোমার কাছে
আলতো করে তোমায় ছুঁয়ে দিতাম
রাঙিয়ে দিতাম তোমার মন
আর কানে কানে বলতাম
ভীষণ ভালবাসি তোমায়

মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে
ভালোবাসি বলতে চাই,
আবার জন্ম হলে যেন,
তোমাকে আমি পাই।

ভালবাসা স্বপ্ন নীল
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের মত,
তেমনি পবিত্র।

আমার স্বপ্ন জল ধারায়
তুমি রিমঝিম বৃষ্টি,
আমার হৃদয় ক্যানভাস জুড়ে
তুমি আল্লাহর অপূর্ব সৃষ্টি।

স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার নাম।

পাখির ঠোঁটে চিঠি দিলাম
তুমি খুলে পড়ো,
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।

ডালটি হলো সবুজ
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।

দূরে গেলে তুমি
হারিয়ে যাবো আমি,
ভালোবাসি তোমায়
বোঝনা কেন তুমি,
ছোট্ট এই জীবনে
একটাই শুধু চাওয়া
তোমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।

চেয়ে আছি দূর আকাশে
দেখি রাতের তারা
তুমি ছাড়া এই জীবনটা
শুধু দিশেহারা।

জীবন দিয়ে তোমায় আমি
বাসি অনেক ভালো
তুমি আমার আঁধার ঘরের
ভালোবাসার আলো।

স্বপ্ন অনেক তোমায় নিয়ে
বুকের মাঝে রাখি…
দিবানিশি তোমার ছবি
মনের মাঝে আঁকি।

চাঁদ হয়ে জ্বলে থাকবো
তোমার মনের ঘরে…
ভালোবাসা দিয়ে তোমায়
রাখবো যতন করে।

কাজে আমার মন বসেনা
তোমায় নিয়ে ভাবি,
তুমি আমার জীবন মরণ
তুমি আমার সবি।

প্রেম আগুনে জ্বলে পুড়ে
আমি যাচ্ছি মরে…
কখন তুমি যতন করে
রাখবে তোমার মনের ঘরে।

কষ্ট বাড়ে দ্বিগুণ হারে
পাইনা যখন কাছে,
তোমার জন্য পরাণ পাখি
পাগল হয়ে নাচে।

আমায় ছেড়ে আছো তুমি
কোন বা অচিন দেশে,
সপ্নে তে এসো কিন্ত
একটু ভালোবেসে।

আমার ভিতর তুমি থাকো
তোমার ভিতর আমি,
ভালোবেসে দূরে গেলে
মরণ হবে জানি।

যদি বলো আমায়
ভালবাসো কতটা?
তবে বলবো আমি
সাগরে পানি আছে যতটা,
যদি বলো আমায়
কতদিন মনে রাখবে,
তবে বলবো আমি
আকাশে চন্দ্র সূর্য যতদিন থাকবে।

একা একা থাকতে আমার
লাগে না যে ভালো,
তুমি আমার জীবন মরণ
আঁধার ঘরের আলো।

আজ আমি বলে দিবো
শুনবে কি তুমি,
তোমায় ছাড়া এই জীবনে
বাঁচতে চাইনা আমি।

ফেসবুক গিয়ে আমি
তোমার ছবি দেখি,
ভালোবেসে যত করে
মনের মাঝে রাখি।

তুমি আমার ভালবাসা,
আমি তোমার জান।
ভালোবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম।

তোমার এক চোখে আকাশ
অন্য চোখে ছায়া,
তোমার জন্য বুকের ভিতর
পড়ছে শুধু মায়া,
হৃদয় জুড়ে তোমার জন্য
স্বপ্ন রাশি রাশি,
আমার চেয়ে তোমায় আমি
অনেক বেশি ভালোবাসি।

হৃদয়ের ভাষা বোঝা
অনেক বড় দায়,
ভুল করে অনেকে
প্রেমে পড়ে যায়,
যদিও এটা এ কথা
কোনো মিথ্যা নয়,
ভালো লাগা শেষে
ভালোবাসা হয়,
তবুও ভালোবাসা ভালো লাগা
কোনদিন এক নয়।

মন যদি কাঁদে
আমি আসবো বর্ষা হয়ে,
মন যদি হাসে
আমি আসবো চাঁদ হয়ে,
যদি মন খোঁজে
আমি আসবো তোমার
মনের মানুষ হয়ে।

ভালোবাসা মানে
আবেগের পাগলামী,
ভালোবাসা মানে
কিছুটা দুষ্টামী,
ভালোবাসা মানে
শুধু কল্পনাতে ডুবে থাকা,
ভালোবাসা মানে
অন্যের মাঝে নিজের ছায়া দেখা।

আকাশের আজ মন খারাপ
অঝর ধারায় ঝড়ছে,
বন্ধ ঘরের অন্ধকারে
শুধু তোমায় মনে পড়ছে।

রোমান্টিক ভালোবাসার ছন্দ পিকচার 😍 Romantic Bangla Pictures With Quote

হৃদয় প্রান্তরে রোমান্টিক ভালবাসার ছন্দ

তুমি হাসলে যেন হৃদয় প্রেমের ছন্দ ভালবাসার ছন্দ উক্তি

ভালোবাসার ছন্দ এস এম এস 2021 ❤️ 💌 Valobasar Chondo

জানি না কাউকে সুখে রাখতে গেলে কি লাগে,
শুধু জানি দুঃখকে তোমার কাছে ঘেঁষতে দেব না…
ভালোবাসা যদি সুখের আরেক নাম হয়,
তবে তুমি জেনো সুখের অভাব তোমার হতে দেব না…

তুমি হাসলে যেন হৃদয় জুড়ে সুখের হাওয়া বয়,
তুমি কাঁদলে যেন হাহাকার করে এ হৃদয়।

দূর আকাশের তারা তুমি
তুমি প্রানের পাখি…
কি করে বলো আমি
তোমায় ছাড়া থাকি।

জীবন আমার ধন্য হলো
তোমায় কাছে পেয়ে
একই সাথে ভেসে যাবো
ভালোবাসার নৌকা বেয়ে।

বাগানে ফোটে ফুল
দেখতে অনেক লাল
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।

যতদূর যাইনা কেন
তুমি থাকবে কাছে
তুমি ছাড়া এই জীবনে
কে থাকবে আর পাশে।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
গাছের পাতা নড়ে
সারাদিন তোমার কথা
শুধু মনে পড়ে।

আকাশ দিয়ে পাখি উড়ে
নিচে পড়ে ছায়া…
তোমার জন্য সারাদিন আমার লাগে মায়া।

ভালোবাসি ভালোবাসি,
সবাই বলতে পারে।
সত্যিকারের ভালোবাসা,
কয়জন দিতে পারে।

নীল আকাশে তারার মেলা
মধ্য রাতে চাঁদের খেলা,
মিষ্টি সকাল শিশির ভেজা
শুধু দেখো,
আমার প্রেমে কত মজা!!

তুমি যদি না বুঝো
বুঝবে আমায় কে,
তুমি যদি পর ভাবো
আপন ভাববে কে,
তুমি যদি কষ্ট দাও
সুখ দিবে কে,
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে?

তুমি আমার রঙিন স্বপ্ন,
আমার চাঁদের আলো,
তাইতো তোমায় বেসেছি
এতটাই ভালো,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার
শিউলি বকুল ফুল।

শুধু তুমি আছো তাই
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই
তোমায় দেখে যাই,
তুমি একটু হাসো তাই
আমি চাঁদের মিষ্টি আলো পাই।

আজ ছন্দ মহলে
মিলেছে দুটি মন,
মনে মনে বলবে ওরা
কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে
দুটি মনের ব্যাকুলতা।

রাত জাগা পাখির মতো
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছো তুমি?

রাতের আকাশে অনেক তারা
একলা লাগে তোমাকে ছাড়া,
ভাবি শুধু তোমার কথা,
কেমন আছো আমাকে ছাড়া?

দিন ফুরাবে রাত ফুরাবে
ফুরাবে ফুলের প্রান,
সময় ফুরাবে, জীবন ফুরাবে
ফুরিয়ে যাবে জান,
কিন্ত তোমার জন্য ফুরাবে না
আমার ভালোবাসার টান।

আমাকে যতই দূরে রাখো,
তবুও কাছে আসবো…
কষ্ট তুমি যতই দিবে
তোমাকেই ভালোবাসবো।

চেয়ে দেখো দূর আকাশে
জ্বলছে অনেক আলো…
প্রথম দেখায় তোমাকে আমার
লেগেছে অনেক ভালো।

তোমায় নিয়ে চলে যাবো
দূরে বহু দূরে
শুধু আমায় দিও জায়গা
তোমার মনের ঘরে।

ভাবি শুধু সারাবেলা
কখন কাছে আসবে…
তোমার মনে বন্দী করে
আমায় ভালোবাসবে।

হাতে হাত রেখে বলো
যাবেনা ছেড়ে…
তোমায় ছাড়া এই জীবনে
যাবো আমি মরে।

এই মনেতে তুমি থাকো,
আর থাকেনা কেউ…
আজ শুধু তোমার জন্য
বুকের মাঝে ঢেউ।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
উদাস করে মন,
এমন দিনে বন্ধু তোমায়
অনেক প্রয়োজন।

যাই ভুলে যাই সব ভুলে যাই
তোমায় যখন ভাবি,
নয়নের মাঝে ভাসে তখন
তোমার রঙিন ছবি।

কত মায়া দুটি চোখে
ভিষণ ভালোবাসি,
তোমার জন্যই বাঁচি আমি
তোমার জন্যই হাসি।

ভালোবাসি ভালোবাসি
বলবো শতবার,
তুমি আমার আরাধনা
তুমি অহংকার।

জনম জনম থেকো পাশে
ভুলোনা গো আমায়,
আমি তোমায় ভালোবাসি
তুমি ভালোবাসো তো আমায়?

আকাশটা মেঘ করেছে
নামবে হয়তো বৃষ্টি,
কবে আমার ভালোবাসায়
দিবে তুমি দৃষ্টি।

গল্পের নায়ক তুমি
কবিতার ছন্দ
এই জীবনের সুখ তুমি
তোমায় ঘিরেই আনন্দ।

এসএমএসে কতবার
বলেছি মনের কথা
কোন দিনও বোঝনি
এই মনের ব্যথা।

মেঘ বিকেলের আলো আমার
লাগে অনেক ভালো,
দেখতে আমি কালো হলেও
মনটা অনেক ভালো।

পৃথিবীর যত সুখ
যত ভালোবাসা
সবই তোমায় দেবো
শুধু একটাই আশা
তুমি ভুলে যেও না আমায়
আমি অনেক ভালোবাসি তোমায়।

শান্ত নদীর ঢেউয়ের মাঝে
মনটা শুধু তোমায় খোঁজে,
বসে আছি তাই নদীর তীরে
কত যে স্বপ্ন তোমায় ঘিরে,
তুমি শুধু আমারই হবে,
সব সময় পাশে রবে।

ঘরের পিছনে খেজুর গাছ
চিকন চিকন পাতা
তোমার কথা মনে পড়লে
বুকে করে ব্যথা।

তোমার জন্য স্বপ্ন দেখি
তুমি আসবে বলে,
তোমার জন্য অপেক্ষায় আছি
তুমি ভালোবাসবে বলে।

যতন করে রেখেছি
তোমায় আমারই বুকে,
পারবে না কেড়ে নিতে
কেউ তোমাকে,
কোথায় যাবো আমি
কে আছে আমার,
তোমায় ছাড়া পৃথিবীটা
এতটাই আঁধার,
এক পৃথিবী প্রেম
আমি তোমাকে দেবো,
জনম জনম আমি শুধু
তোমারই রবো।

প্রেমের মজার ছন্দ 😉😘 Bangla Love SMS With Fun

হৃদয় প্রান্তরে একটা সুখের বীজ বুনে যাও
যেখান থেকে বীজ সুখের শিকড় ছড়াবে,
সেই সুখ আমি বিলিয়ে দেব সবাইকে,
আমার এত সুখ দেখে বলো কি হবে।
শুধু তুমি পাশে রবে চিরদিন এই ভবে,
মনের সুখে হাসব যেন পাগল বলে সবে।

আমি হলাম সাগর
তুমি হলে ঢেই,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।

SMS হয়ে থাকবো আমি,
তোমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবো আমি
মিষ্টি মধুর সুরে,
কখনো ভেবোনা আমি
তোমার থেকে দূরে,
বন্ধু হয়ে আছি আমি
তোমার নয়ন জুড়ে।

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
আমার এই মন,
তুমি আসলে দুজন মিলে
সাজাবো দুটি জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোড দিবো
আনলিমিটেড ভালোবাসা।

আকাশেতে উড়ে পাখি
জমিনে তার ছায়া,
আমার জন্য তোমার মনে
নাই কি কোনো মায়া?

তোমায় নিয়ে কতদিন
ধরেছি আমি বাজি,
কবে তুমি আসবে কাছে
কবে ডাকবো কাজী।

দিনে থাকি কাজে ব্যস্ত
রাতে থাকি একা,
তখন আমার মনটা থাকে
অনেকটাই ফাঁকা।

ছন্দ লিখি হাজার হাজার
শুধু তোমায় নিয়ে
বলোনা কোন দিনে
হবে আমাদের বিয়ে?

তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালবাসা দিয়া।

তুমি বন্ধু রাজি থাকলে
প্রেম করবো তোমার সাথে,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে
খুব কষ্ট পাবো।

তুমি যদি বাসো ভালো,
চাঁদের মতো দেবো আলো,
যদি আমায় ভাবো আপন,
হবো তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা,
তুমি দূরে গেলে
মন যে আমার আর সয় না।

জলে যখন নেমেছি
মাঝ তখন ধরবো,
ভালো যখন বেসেছি
বিয়ে তখন করবো।

সাগরের এতো পানি
বালতিতে কি ভরা যায়,
প্রেমের এত কথা
এস এম এসে কি লেখা যায়!

একটি গাছে দুটি গোলাপ
গোলাপ দুটি লাল,
তোমায় আমি ভালোবাসি
থাকবো চিরকাল।

তেঁতুলের পাতা ঝিরি ঝিরি
লেবুর পাতা গন্ধ,
তোমার আমার ভালোবাসা
হবে নাতো বন্ধ।

আপনার ভালোবাসার ছন্দ শেয়ার করতে ভুলবেন না!

Valobasar romantic chondo, bangla love sms, prem quotes, gf bf sms in bangla, রোমান্টিক প্রেম, গভীর প্রেমের এস এম এস, গার্ল ফ্রেন্ডের রাগ ভাঙানোর ছন্দ, প্রেমিকাকে খুশি করার sms, প্রেমের ছন্দ কবিতা লাইন, ভালবাসার উক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *